এক সুপারন্যাচরাল সিরিজ় বানিয়েছেন পরিচালক সানি রায়। বেশ কয়েক বছর ধরেই বিনোদন দুনিয়া আকণ্ঠ ডুবে রহস্য-রোমাঞ্চে। তাই সানিও নিজের এই আসন্ন সিরিজ় শ্বেত কালীতে এক অভিশপ্ত ব্যবসায়ী বাড়ির গল্পকে বুনেছেন রহস্য-রোমাঞ্চের বুননে। আচমকাই সেই বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে পড়ে এক শ্বেত কালীমূর্তি। সেই রহস্য উদ্ঘাটন করবে সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা সেন। কিন্তু এই সিরিজ়ের শুটিংয়ের সময় রহস্যে জড়িয়ে পড়লেন দেবলীনা নিজেই। গা ছমছমে এক ঘটনার সাক্ষী হলেন তিনি।
আরও পড়ুন:
‘শ্বেত কালী’-র শুটিং এর সময় তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন দেবলীনা। কাজের বাড়তি চাপ, মাথায় অসহ্য যন্ত্রণা, শুটিংয়ের ফাঁকেই জিরিয়ে নিতে নিজের ঘরে যান অভিনেত্রী। সেখানেই এমন এক ঘটনার সম্মুখীন হন দেবলীনা যা, রীতিমত গা-ছমছমে ও অদ্ভুতুড়ে। দেবলীনার কথায়, ‘‘শ্বেত কালী-র শুটিং সময় কাজের চাপে শরীরটা খারাপ ছিল।সেই সময় চা খাব বলে আমি নিজের ঘরে চলে যাই। মাথায় অসহ্য যন্ত্রণা, আমাদের শুটিংয়ে যে ভদ্রলোক সকলকে চা দেন, তাঁকে বললাম চা দিতে, খুব বেশি খুঁজতেও হয়নি। নিমেষের মধ্যে চা নিয়ে হাজির হন ওই ভদ্রলোক। চা-টা খেয়ে ঘুমিয়ে পড়ি।’’ এই সময় শুটিংয়ের জায়গায় দেবলীনা একা ছিলেন ।টিমের অন্যান্য সদস্য ছিলেন আউটডোরে। দেবলীনার কথায়, “গোটা টিম যখন ফিরে এল এই ঘটনার কথা বলতেই সকলেই থ। সেই সময় আমাদের পরিচালক জানান, আমাদের যিনি চা দেন, সেই দাদা ওই ঘটনার আগের দিনই নিজের বাড়ি চলে গিয়েছেন ছুটিতে। তাঁর পক্ষে আসা সম্ভব নয়। তা হলে সেদিন চা টা কে দিয়েছিল?’’ ঘটনার ব্যাখ্যা খুঁজছেন দেবলীনা, তবে উত্তর অজানা।