Nusrat Jahan shares about parenting Yishaan Dasgupta with Yash Dasgupta dgtl
nusrat jahan
Nusrat Jahan: মা না বাবা, কাকে বেশি ভালবাসে ঈশান, স্বামী-সংসার নিয়ে কী বললেন নুসরত
অনুষ্ঠানের নামের সঙ্গেই লেখা আছে— ‘ভালবাসায় বোল্ড’। প্রেম-অপ্রেম নিয়ে তাই কি সাহসী হলেন নুসরতও?
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
মা-বাবার মধ্যে কাকে বেশি ভালবাসে ছোট্ট ঈশান? মায়ের উত্তর, ‘‘আগে জানতাম ছেলেরা মা-ঘেঁষা আর মেয়েরা বাবা-ঘেঁষা হয়। এখন মনে হচ্ছে, যুগ পাল্টেছে। তার প্রমাণ আমার ছেলে।’’
০২১৫
একটানা সাংবাদিকদের সামনে বসে। ক্লান্তির ছাপটুকুও নেই অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের চেহারায়। যশ দাশগুপ্তের স্ত্রীর চোখে-মুখে এখন মাতৃত্বের আনন্দ। হাসি লেগেই আছে। ছেলে ঈশান জে দাশগুপ্তের কথা বলতে গিয়ে খিলখিলিয়ে উঠলেন।
একটি রেডিয়ো চ্যানেলের ইউটিউব টক শো-য়ে তিনিই সঞ্চালিকা। বৃহস্পতিবার শহরের এক রেস্তরাঁয় সেই তারকাখচিত আলাপচারিতার অনুষ্ঠান— ‘ইশক উইথ নুসরত’-এর সূচনা। সেখানেই অকপট নুসরতের সঙ্গে দেখা।
০৫১৫
অনুষ্ঠানের নামের সঙ্গেই লেখা— ‘ভালবাসায় বোল্ড’। প্রেম-অপ্রেম নিয়ে তাই কি সাহসী হলেন নুসরতও? এ বার টক শো-য়ে ‘প্রেম গুরু’ তিনি!
০৬১৫
নুসরতের টক শো-য়ে অতিথি হয়ে আসবেন মদন মিত্র, যশ দাশগুপ্ত, ঋতাভরী চক্রবর্তীরা। তাঁর কথায়, ‘‘প্রেম নিয়ে প্রত্যেকেই রীতিমতো আগলহীন আলোচনা করবেন এক একটি পর্বে। প্রত্যেকের অকৃত্রিম আবেগ, অনুভূতি প্রকাশ পাবে।
প্রেম-বিতর্কে বহুচর্চিত অভিনেত্রীর কথায়, “আমার মনে হত, আমারই শুধু প্রেমে সমস্যা। কিন্তু বিশ্বাস করুন, এই সমস্যা সকলেরই হয়। আর তাই নিয়েই কথা বলব।” তাঁর দাবি, প্রেম নিয়ে সপাটে মুখে খুলেছেন বলেই তাঁকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয়েছে।
০৯১৫
শুধু ভালবাসা নয়, বিচ্ছেদ নিয়েও খোলামেলা নুসরত। বললেন, “এই প্রেম জিনিসটা খুব কঠিন। সম্পর্ক ভাঙলে মন ভাঙবেই। কিন্তু নিজেকে নতুন করে সুযোগ দিন।”
১০১৫
“আমি ভাবতাম কেবল আমারই প্রেমে সমস্যা আছে। কিন্তু বাকিদেরও আছে। তারা লুকোয়, তাই জানা যায় না।” বক্তা নুসরত জাহান।
১১১৫
ভালবাসা মানে তো সন্তানদের প্রতি মা-বাবার অনুভূতিও। সে কথা মনে করিয়ে দিলেন তারকা-সাংসদ। সদ্য মা হয়েছেন যে!
১২১৫
ঈশানের প্রসঙ্গ উঠতেই নুসরত হেসে খুন— ‘‘আড়াই মাসের পুচকের যে এত বায়নাক্কা থাকতে পারে, তা ওকে না দেখলে বোঝা মুশকিল!’’
১৩১৫
ছেলেকে সময় দেওয়ার ক্ষেত্রে এতটুকু আপস নয়। রাতে কাজ করলে নুসরতের সকালটা ঈশানের জন্যই বরাদ্দ। আর সকালে কাজ করলে গোটা রাত ছেলের বরাদ্দ।
১৪১৫
ঈশানের ছবি কবে দেখতে পাবেন তাঁর অনুরাগীরা? নুসরতের কথায়, ‘‘ঈশানের বাবা তো ওর ছবি দিয়েই দিয়েছে। বাকিটা কবে হবে, অত ভাবিনি। দেখা যাক।’’
১৫১৫
নুসরতের মন খারাপের ওষুধ এখন ঈশান। রাজনীতির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কোনও মানসিক চাপ তৈরি হলে ঈশানের কাছে এসে তিনি মন ভাল করেন তিনি।