Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Nora Fatehi

‘এর জন্য আমি এত কেঁদেছি?’, রাগে দুঃখে কেন ফোন ভেঙে টুকরো টুকরো করেছিলেন নোরা?

এই ঘটনা থেকে বেশ কিছু বিষয় উপলব্ধি করেছিলেন নোরা। কাজ পাওয়ার জন্য পরিচালকের সামনে অতিরিক্ত মরিয়া হয়ে উঠলে তা হিতে বিপরীত হয়।

Nora fatehi

নোরা ফতেহি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৩:০৭
Share: Save:

আশা করেছিলেন যশরাজের ছবিতে সুযোগ পাবেন। কিন্তু আশা ভাঙতেই চরম কাণ্ড ঘটিয়েছিলেন নোরা ফতেহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিজেই প্রকাশ্যে আনেন নোরা।

প্রায় সপ্তাহখানেক সংলাপ মুখস্থ করে এবং অভিনয়ের প্রস্তুতি নিয়ে অডিশন দিতে গিয়েছিলেন নোরা। অডিশন দেওয়ার পরে বেশ সন্তুষ্টই ছিলেন তিনি। ভেবেছিলেন, “আমি দারুণ অভিনয় করেছি। আমি কাজটা পাবই।” কিন্তু সেই আশা মোটেই পূরণ হয়নি। উল্টে, অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন। যশরাজের পক্ষ থেকে জানতে পেরেছিলেন, “নোরা মোটেই ভাল অডিশন দেয়নি।” নোরা ফতেহি বলেছিলেন, “এই শুনে আমি ভেঙে পড়েছিলাম। মনে আছে, নিজের মোবাইল ফোনটা ভেঙে ফেলেছিলাম। এত রাগ হয়েছিল, ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলাম।” সেই ছবি মুক্তি পাওয়ার পরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তখন কিছুটা আশ্বস্ত হয়েছিলেন নোরা। অভিনেত্রীর কথায়, “এই ছবিগুলো মুক্তি পাওয়ার পরে মোটেই সফল হয়নি। তখন আমি ভাবলাম, এই ছবির জন্য আমি এত কান্নাকাটি করছিলাম! এই ছবির জন্য আমি নিজের ফোনটা ভেঙে ফেললাম!”

এই ঘটনা থেকে বেশ কিছু বিষয় উপলব্ধি করেছিলেন নোরা। কাজ পাওয়ার জন্য পরিচালকের সামনে অতিরিক্ত মরিয়া হয়ে উঠলে তাতে হিতে বিপরীত হয়। নোরা বলেন, “প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময় এলে, সব দরজা খুলে যায়। কিন্তু যে দরজাটা খুলবে না, সেটা জোর করে খোলার চেষ্টা করলে আদতে কোনও লাভ হবে না।”

উল্লেখ্য, নোরাকে শেষ দেখা গিয়েছে ‘মাডগাওঁ এক্সপ্রেস’ ছবিতে। দিব্যেন্দু, অবিনাশ তিওয়ারি ও প্রতীক গান্ধিও অভিনয় করেছেন। ছবির পরিচালক কুণাল খেমু।

অন্য বিষয়গুলি:

Nora Fatehi Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE