Advertisement
১০ জানুয়ারি ২০২৫
LA WilD Fire

দাবানলে নোরা! দেশে ফিরতে মরিয়া নায়িকা বললেন, ‘সত্যিই বিধ্বংসী’

এই ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নোরা। তাই অবিলম্বে তাঁকে ও তাঁর সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

Nora Fatehi and her team had to evacuate hotels due to wild fire in Los Angeles

দাবানলে নোরা ফতেহি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫১
Share: Save:

দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাতেই বাস হলিউডের বহু তারকার। ম্যান্ডি মুর, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস্‌— নামী তারকাদের বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। লেলিহান আগুনের কবলে পড়লেন বলিউড তারকা নোরা ফতেহিও। অভিনেত্রী সমাজমাধ্যমে ভাগ করে নিলেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতা।

এই ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নোরা। তাই অবিলম্বে তাঁকে ও তাঁর সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নোরা সমাজমাধ্যমে এক ভিডিয়োয় বলেছেন, “আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।”

নোরা এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।”

নোরার এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রীকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করছেন তাঁরা।

দাবানল নিয়ে প্রিয়ঙ্কা চোপড়াও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এখন। সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও এই পরিস্থিতি নিয়ে তিনিও চিন্তিত। দাবানল রুখতে যাঁরা লড়াই করছেন তাঁদের কুর্নিশ জানিয়েছেন প্রিয়ঙ্কা।

অন্য বিষয়গুলি:

Nora Fatehi Wild fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy