কাগজে-কলমে সেই ‘ঝট মাঙ্গনি পট বিহা’’টাই সেরে ফেললেন ছবির পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে?
আনলক ফেজ ফোর চলছে। লকডাউনের গুমোট কিন্তু কাটেনি। এমন আবহও নিমেষে হালকা নিমকি-ফুলকির দুষ্টুমিতে। তিন বছর আগেও যেমন ওদের দাপটে তটস্থ ছিল নকুলপুর গ্রাম, এখনও তাই-ই। বদল বলতে, দুই বোনে একটু বড় হয়েছে। দুষ্টুমির ধরন আরও ঝকঝকে হয়েছে! এ সব নিয়েই ফের আসছে ‘নিমকি ফুলকি ২’, জি বাংলা সিনেমায়। পরিচালনা ছাড়াও এ ছবির গল্প এবং চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে মানালি মনীষা দে, শ্রীপর্ণা রায়। প্রযোজনায় আর্টেজ এবং প্যানডেমোনিয়াম প্রোডাকশন।
তিন বছরেও ‘নিমকি’ আর লম্বা হল না!
তিন বছর পরে সিক্যুয়েল। উত্তেজনায় ফুটছেন ‘নিমকি’ মানালি মনীষা দে। মানালির ব্যক্তিগত জীবনেও অবশ্য আনন্দ-উত্তেজনায় ভাটা পড়েনি। যতই সিক্যুয়েলে বলুন, ‘‘সারাক্ষণ বিয়ে বিয়ে বিয়ে বিয়ে!’’ কাগজে-কলমে সেই ‘ঝট মাঙ্গনি পট বিহা’’-টাই সেরে ফেললেন ছবির পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে? কথা পাড়তেই সেটা স্বীকার মানালির, ‘‘সাধারণত, বছর বছর ছবির সিক্যুয়েল হয়। সেই জায়গায় তিন বছর পরে নিমকি-ফুলকি-র সিক্যুয়েল! খুব আনন্দের। অভিমন্যুর সঙ্গে বন্ধুত্বটা যেন এই ফাঁকে আরও জোরালো হল রেজিস্ট্রিতে। এই ছবির এটাই সবচেয়ে স্মরণীয় ব্যাপার।’’
কিন্তু ফুলকি যে নিমকিকে লম্বায় ছাপিয়ে গেল! হো হো হাসি, ‘‘কী করব! নিমকি তিন বছরে আর লম্বাই হল না। তবে ভেতরে এখনও ফুলকি ছোট বোনই আছে। খোলসটা একটু বেড়েছে মাত্র।’’
আরও পড়ুন: প্রকাশ্যে এল রিয়া- সিদ্ধার্থের মেসেজ, মাদক মেশানো সিগারেট ব্যবহারের ছবি
যে দুষ্টুমি দেখে সবাই নিমকি-ফুলকিকে এত ভালবেসেছে সেটা একটুও বদলায়নি, আশ্বস্ত করলেন মানালি। কী পাল্টেছে? বলতে একটুও রাজি নন। তা হলে যে গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে!
শুটিংয়ের ভাল স্মৃতি? ‘‘অবশ্যই অভিমন্যু এবং দেদার বকুনি!’’ মজার গলায় জানালেন মানালি। ‘‘প্রথম বার একটুও বকা খাইনি। এবার যেন বকুনির ফোয়ারা ছোটাল!’’
যে দুষ্টুমি দেখে সবাই নিমকি ফুলকিকে এত ভালবেসেছে সেটা একটুও বদলায়নি, আশ্বস্ত করলেন মানালি।
অভিনেত্রী বউ মানেই সেটে এস তাড়াতাড়ি...
‘নিমকি’ বাস্তবেও এতটাই দুষ্টু? ‘‘না না, এতটা নয়!’’ মানালির কথা উঠতেই আগেভাগে বৌয়ের পক্ষে কথা শুরু পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের। চরিত্রের খাতিরে একটু বেশি তো করতেই হয়! মিষ্টি সাফাই। তা হলে এবারের শুটে এত বকুনি খেল যে? ব্যাপারটা বুঝেই আশ্বস্ত করলেন পরিচালক, শ্রীপর্ণা আর মানালি এক হলেই সারাক্ষণ হা-হা, হি-হি। না সামলালে শুটিং কোনও দিন শেষ হবে না। তাই বকুনি দিয়ে লাগাম টানতে হত তাঁকে।
আরও পড়ুন: হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ছে রিয়ার, ট্রেন্ড হচ্ছে #জাস্টিস ফর রিয়া, কেন?
তিন বছর পরে সিকুয়াল... (থামিয়ে দিয়ে) ‘‘দরকার ছিল এই গ্যাপের। তা ছাড়া, আমি, মানালিও ব্যস্ত ছিলাম ছবি, সিরিয়ালের কাজে। লকডাউনে গল্প লিখলাম। লকডাউন উঠতেই সবাইকে নিয়ে জোর কদমে কাজ শুরু।’’
তিন বছরে কী কী যোগ হল ‘নিমকি ফুলকি ২’-তে? পরিশীলিত দুষ্টুমি, করোনা আবহ-- সব মিলিয়ে সিক্যুয়েল জমজমাট, উত্তর অভিমন্যুর। আগের অভিনেতাদের সঙ্গে যোগ দিয়েছেন নতুন তিন অভিনেতা সৌরভ, রোহন, মানসী সিংহ।
নিমকি, ফুলকির বিয়ের সাসপেন্স দিয়ে গল্পের শেষ ছিল প্রথম পর্বে। সেখান থেকেই সিক্যুয়েল শুরু। এদিকে নিজেরাই কাগুজে বিয়েটা সেরে নিলেন! অভিমন্যুর লাজুক হাসি, ‘‘হাতে দু’দিন মাত্র সময় পেয়েছিলাম। স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে। ১৫ অগস্ট তড়িঘড়ি সেরে ফেললাম রেজিস্ট্রি। পরে বড় করে হবে সব।’’
অভিনেত্রী বৌ পেলেন। কী সুবিধে হল? জবাবে কি হতাশা? ‘‘আগে আস্তে সুস্থে ফ্লোরে যেতাম। এখন মেকআপ শেষ করেই ফোন! আমার হয়ে গিয়েছে। তুমি কোথায়?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy