Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Bengali Mega

নতুন চমক, মোহরের সঙ্গেই কি বিয়ে হবে শঙ্খের?

চিত্রনাট্যের দাবি মেনে, কখনও মোহর-শঙ্খ কাছাকাছি। পরের পর্বেই আবার দূরে। সারাক্ষণ ‘কী হয় কী হয়’ উত্তেজনা!

সামাজিক বিয়ে হতে চলেছে মোহর-শঙ্খের।

সামাজিক বিয়ে হতে চলেছে মোহর-শঙ্খের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১২:৫৪
Share: Save:

স্টার জলসার 'মোহর' হিট শিক্ষক-ছাত্রীর ভালবাসার গল্পে জোরে। কখনও সোচ্চার, কখনও নিরুচ্চার সেই প্রেম তুফান তুলেছে দর্শকের মনে। চিত্রনাট্যের দাবি মেনে, কখনও মোহর-শঙ্খ কাছাকাছি। পরের পর্বেই আবার দূরে। সারাক্ষণ ‘কী হয় কী হয়’ উত্তেজনা! একের পর এক মোচড়।

চ্যানেলের সোশ্যাল পেজ সূত্রে খবর, এ বার নাকি মোক্ষম মোচড় পড়তে চলেছে। মোহর-শঙ্খের যে গোপন বিয়ে নিয়ে বেশ কয়েকটি পর্ব সুপারহিট, এ বার সেই বিয়েতে সিলমোহর পড়তে চলেছে। অর্থাৎ, সামাজিক বিয়ে হতে চলেছে মোহর-শঙ্খের।

এর আগে পর্বে দেখানো হয়েছিল, মোহর-শঙ্খের গোপন বিয়ের কথা জানাজানি হতেই টানাপড়েন শুরু হয় শঙ্খের পরিবারে। জেঠুমণি শঙ্খকে জোড়হাতে ভিক্ষে চান মোহরের কাছে। মোহর কি সরে যাবে তার জীবন থেকে?

এমন উদ্বেগ পর্ব কাটিয়ে এ বার কাছাকাছি আসতে চলেছে জুটি। মোহরকে ফোন করে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছে শঙ্খ। মোহরের দিদি-জামাইবাবু জানে, এই বিয়েতে মোহরই পাত্রী। মন্দিরের বিয়ে সামাজিক করতেই মোহরের অজান্তে শঙ্খের এই আয়োজন।

‘এখানে আকাশ নীল’-এর হিয়ান জুটির মতোই জনপ্রিয় ‘মোহদীপ’ জুটি। তাই বিরহ কাটিয়ে অবশেষে কাছাকাছি আসছে শিক্ষক-ছাত্রী-- জেনেই নেটাগরিকদের আবদার, ‘লক্ষ্মী কখনও নারায়ণের ডাকে সাড়া না দিয়ে পারে না। তাই নিজের বিয়েতে অংশ তো নেবেই, কিন্তু দয়া করে নির্বিঘ্নে বিয়ে আর বৌভাতটা করুন। শঙ্খ-মোহরের বহু প্রতিক্ষিত মিলন দেখার জন্য আমার মতো অনেক অনেক দর্শক বসে আছে। শ্রেষ্টা আর কাকাকে তালাবন্দি করে রাখুন আর আমাদেরও শান্তিতে বিয়ের সব কিছু উপভোগ করতে দিন'।

অন্য বিষয়গুলি:

Bengali Mega Mohor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy