অনু মালিক।
আবারও সুর ‘চুরি’-র অভিযোগ অনু মালিকের বিরুদ্ধে। এ বার সোজা এক দেশের জাতীয় সঙ্গীতের সুর নকল করার অভিযোগ উঠল সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে। অনুর ধরা পড়ার পিছনে টোকিও অলিম্পিক্স এবং ইজরায়েলি জিমন্যাস্ট আর্তের দলগোপাতের ভূমিকা রয়েছে।
অলিম্পিক্সে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে দেশকে প্রথম বার সোনা এনে দিয়েছেন আর্তেম দলগোপাত। তিনি জেতার পর অলিম্পিক্সের নিয়ম মেনে ইজরায়েলের পতাকা উত্তোলন করা হয় এবং তার সঙ্গেই বাজানো হয় জাতীয় সঙ্গীত। ইজরায়েলের এই গর্বের মুহূর্তই লজ্জা বয়ে আনে ভারতীয় সুরকারের কাছে। নেটাগরিকদের একাংশ লক্ষ করেন, ইজরায়েলের জাতীয় সঙ্গীতের সুর হুবহু মিলে যাচ্ছে ১৯৯৬ সালের ‘দিলজলে’ ছবির ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানটির সঙ্গে। এই গানের সুরকার ছিলেন অনু।
#AnuMalik actually copied the Israeli National Anthem for Mera Mulk Mera Desh Song from #Diljale (1996) ??? pic.twitter.com/u3rGHlBNDF
— maadalaadlahere (@maadalaadlahere) August 2, 2021
এর পরেই অনুর উদ্দেশে কটাক্ষ করে একের পর এক টুইট করতে থাকেন নেটাগরিকরা। অনেকে আবার জানতে চেয়েছেন, তাঁদের মতো আর কেউ দু’টি গানের মধ্যে মিল খুঁজে পেয়েছে কি না। খুব কম সময়ের মধ্যে টুইটারের ‘ট্রেন্ডিং’ তালিকায় উঠে আসে অনুর নাম। অতীতেও বহু বার বিদেশি সুর ‘চুরি’-র অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy