সুশান্ত সিংহ রাজপুতের রহস্যমৃত্যুতে বলিউডে স্বজনপোষণের অভিযোগ নতুন করে তীব্র হয়ে উঠেছে। কিন্তু আরবসাগরের নোনা বাতাসে বহু দিন ধরেই এই অভিযোগ ভাসছে। বিনোদনের বাইরে থাকা কোনও পরিবার থেকে আসা নবাগতদের বরাবরের ক্ষোভ, তারকাদের সন্তানদের লঞ্চ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এবং অনেক সময়েই সে দায়িত্ব নেন অন্য কোনও তারকা।