‘সবাই জিজ্ঞাসা করে আমার জীবনে স্বপ্নের নারী কে? দেখুন, সে আমার সঙ্গেই রয়েছে...#পৃথিবীর সবচেয়ে সেরা বোন”... কথাগুলো গায়ক, কম্পোজার টনি কক্করের। ইনস্টাগ্রামে টনি নিজেই জানালেন তাঁর ‘ড্রিম গার্ল’ আর কেউ নন, জেনওয়াইদের পছন্দের গায়িকা নেহা।
ইনস্টাগ্রামে দাদাকে নিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন নেহা। টনির সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “আমার কাছে বিলাসবহুল জীবনের থেকেও বেশি মূল্যবান টনির সঙ্গে সময় কাটানো। ও শুধুমাত্র আমার দাদা নয়, ও আমার খুব কাছে বন্ধুও। ওর সঙ্গে ঘুরতে যাওয়া মানেই মজাই-মজা। টনি আমায় খুবই আগলে রাখে।”
জার্নিটা বলিউডে একসঙ্গেই শুরু করেছিলেন দাদা-বোন। এসেছে অনেক বাধা-বিপত্তি। কিন্তু লড়াইটা চালিয়ে গিয়েছেন এক সঙ্গেই। কিছু দিন আগে এক কমেডি শো-তে নেহার উচ্চতা এবং মুখাবয়ব নিয়ে ঠাট্টা করছিলেন কমেডিয়ান গৌরব গেরা ওরফে চুটকি। নেহা কক্করের নাম সরাসরি ব্যবহার না করে ওই শো-তে গৌরবকে বলতে শোনা যায়, “এ রকম দেখতে এক জনের সঙ্গে যখন গান গাইতে যাও, মাইক তোমায় দেখে মুখ ঘুরিয়ে নেয় না?”
আরও পড়ুন-জামিয়া কান্ডের প্রতিবাদ, মেয়েকে জড়িয়ে মহেশ ভট্টকে কদর্য মন্তব্য কঙ্গনার দিদির
দেখুন নেহার সেই পোস্ট
সেই শো টেলিকাস্ট হওয়ার পর নির্মাতাদের উপর তীব্র নিন্দায় ফেটে পড়েন নেহা। ঢাল হয়ে দাঁড়ান দাদা টনিও। টনি ইনস্টাগ্রামে বোনের হয়ে লেখেন, “ছোট শহর থেকে উঠে আসা একটি মেয়েকে এ ভাবে সম্মান দেখাও তোমরা? এত কষ্ট করে জীবনে সব কিছু পেয়েছে সে। উচ্চতা কম হওয়ার জন্য অনেক প্রতিবন্ধকতার মুখোমুখিও হতে হয়েছে তাকে। তোমরা কি বুঝতে পার, মজা-তামাশার নামে কোনও মানুষকে নিয়ে এমন মন্তব্য করলে তাঁর মনের উপর দিয়ে কী রকম ঝড় বয়ে যায়?’
আরও পড়ুন-চুপ কেন? জামিয়া নিয়ে কড়া প্রশ্নের মুখে শাহরুখ-সলমন-রণবীরেরা