এই তো নেহার বেবি বাম্প ছিল! আবার বেবি বাম্প উধাও! হচ্ছেটা কী?
শুক্রবার এই প্রশ্নের উত্তর খুঁজতেই মাথা চুলকেছে গোটা বলিউড থেকে সাধারণ মানুষ। অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন নেহা এবং রোহনপ্রীত।
মা হচ্ছেন না নেহা। গানের প্রমোশনের জন্য বেবি বাম্প নিয়ে স্বামী রোহনপ্রীতের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। নবদম্পতির সোশ্যাল মিডিয়া পেজ এমন গল্পই বলছে। কিছু ক্ষণ আগে নেহা এবং রোহনপ্রীত আবারও সেই একই ছবি পোস্ট করেন। কিন্তু এ বার তা আর নেহাতই ছবি নয়। বরং তা সামনে এল তাঁদের নতুন গানের পোস্টার হয়ে। গানের নাম ‘খেয়াল রকখা কর’।
শুক্রবারও নেহা তাঁর ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন, ‘খেয়াল রকখা কর’। অর্থাৎ দুইয়ে দুইয়ে চার এখানেই হয়ে গেল। শুক্রবার নেহার পোস্টে শুভেচ্ছাবার্তা জানিয়ে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছে গোটা বলিউড থেকে অনুরাগী মহল। কিন্তু তার কিছু ক্ষণ পরেই মুম্বই এয়ারপোর্টে এক পাপারাৎজির ক্যামেরায় ধরা দিয়েছিলেন নেহা এবং রোহনপ্রীত। সেই সময় গোলাপি ট্র্যাক স্যুটে নেহার বেবি বাম্প-এর ‘ব’টুকুরও দেখা মেলেনি। এর পরেই ক্রমশ জলঘোলা হতে থাকে। মুম্বইয়ের এক সংবাদমাধ্যম দাবি করে, নতুন গানের প্রমোশনের জন্যই এই পাবলিসিটি স্টান্ট। অন্য দিকে, নেটাগরিকদের একাংশের যুক্তি, পোশাকের কারণে হয় তো তাঁর বেবি বাম্প বোঝা যাচ্ছে না।