শাহরুখ পুত্র আরিয়ান খানকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে রাখবে না এনসিবি। রবিবার তদন্তকারী সংস্থার তরফ থেকে এ কথা জানানো হয়েছে। এর ফলে সোমবার আরিয়ানের আইনজীবী হয়তো জামিনের আবেদন করবেন।
সংবাদ সংস্থা সূত্র উদ্ধৃত করে দাবি করেছে, সোমবার হয়তো বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন করা হতে পারে আরিয়ানকে। তখনই জামিন চাইবেন আরিয়ানের আইনজীবী।
মাদক মামলায় আরিয়ান ছাড়াও গ্রেফতার করা হয়েছে তাঁর বন্ধু আরবান মার্চেন্ট ও আরও একজনকে। রবিবার দুপুর ২টোর সময় আরিয়ানকে গ্রেফতার করা হয়। এনসিবির তরফ থেকে বিবৃতিতে দাবি করা হয়েছে, সোমবার গ্রেফতার হওয়া তিন জন অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। বাকি পাঁচ জনকে রবিবার বিকেলের পরে গ্রেফতার করেছে এনসিবি। তার পর বলা হয়, সোমবার পর্যন্ত এনসিবি হেফাজতে থাকবেন আরিয়ান। রবিবার পরে এনসিবি-র তরফ থেকে বলা হয়, এক দিনের বেশি হেফাজতে রাখা হবে না আরিয়ানকে।