Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Bollywood Scoop

সাসপেন্ড হয়েছিলেন আগেই, এ বার চাকরি গেল আরিয়ান খান মাদক মামলার সঙ্গে যুক্ত আধিকারিকের

২০২১ সালে মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানের। সেই সময় ওই মামলার তদন্তকারী আধিকারিকদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্ব বিজয় সিংহ।

NCB dismisses the officer involved in Shah Rukh Khans’ son Aryan Khan’s drug case.

২০২১ সালে আরিয়ান খান মাদক মামলার অন্যতম তদন্তকারী আধিকারিক ছিলেন বিশ্ব বিজয় সিংহ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১১:৫১
Share: Save:

২০২১ সালের ঘটনা। গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে মুম্বইয়ে কর্ডেলিয়া ক্রুজ়ে অভিযান চালায় নারকোটিক্‌স কন্ট্রোল ব্যুরো তথা এনসিবি। ওই জাহাজেই ছিলেন বলিউড তারকা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এনসিবির অভিযানের পর প্রথমে আটক ও তার পরে গ্রেফতার করা হয় আরিয়ানকে। সেই সময় ঘটনার তদন্তকারী আধিকারিকদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্ব বিজয় সিংহ। গত বছরই সাসপেন্ড করা হয়েছিল ওই আধিকারিককে। এ বার নারকোটিক্‌স কন্ট্রোল ব্যুরোর চাকরি থেকে সরানো হল তাঁকে।

২০২১ সালে কর্ডেলিয়া ক্রুজ়ে যে অভিযান চলানো হয়, তাঁর গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এসপি পদমর্যাদার আধিকারিক বিশ্ব বিজয় সিংহ। আরিয়ান খানের মাদক মামলার সঙ্গে যুক্তও ছিলেন তিনি। তবে, আরিয়ান মামলা নয়, অন্য একটি মামলা নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তদন্ত চলাকালীন সাসপেন্ড করা হয়েছিল বিশ্ব বিজয় সিংহকে। এ বার তাঁকে চাকরি থেকেই তাড়িয়ে দিল নারকোটিক্‌স কন্ট্রোল ব্যুরো।

২০২২ সালে তাঁর বিরুদ্ধে সঠিক ভাবে তদন্ত না করার অভিযোগ ওঠে অন্য একটি মামলায়। সেই অভিযোগের ভিত্তিতেই উক্ত আধিকারিকের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। সম্প্রতি শেষ হয়েছে সেই তদন্ত। তার পরেই বিশ্ব বিজয় সিংহকে চাকরি থেকে তাড়ানোর সিদ্ধান্ত নেয় এনসিবি বলে খবর। এই খবরে সিলমোহর দিয়েছেন এনসিবি প্রধান সত্য নারায়ণ প্রধান নিজে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি সদ্য চাকরিহারা আধিকারিক বিশ্ব বিজয় সিংহ।

আরিয়ানের বিরুদ্ধে মাদক সরবরাহ ও পাচারের অভিযোগ ওঠে ২০২১ সালে। কর্ডেলিয়া ক্রুজ়ের অভিযানের পরে এই অভিযোগের ভিত্তিতে হাজতবাসও হয় শাহরুখ-পুত্রের। তবে পরবর্তী কালে আদালতে এই অভিযোগের পক্ষে কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি তৎকালীন জ়োনাল আধিকারিক সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন তদন্তকারী দল। আরিয়ানের কাছে কোনও মাদক পাওয়া না যাওয়ায় পরে বেকসুর খালাস দেওয়া হয় তাঁকে। তার পরেই অন্যত্র বদলি হয়ে যায় তদন্তকারী আধিকারিক সমীর ওয়াংখেড়ের।

অন্য বিষয়গুলি:

Aryan Khan drug case Shah Rukh Khan Narcotics Control Bureau NCB Bollywood Controversy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy