Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Nawazuddin Siddiqui

স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে মানহানির মামলা নওয়াজ়ের, টাকার অঙ্ক জানলে বিস্মিত হবেন

স্ত্রী আলিয়া সিদ্দিকি ও ভাই শামাস সিদ্দিকির বিরুদ্ধে মানহানির মামলা করলেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। চেয়েছেন মোটা টাকার ক্ষতিপূরণ।

Nawazuddin siddiqui files 100 crore defamation against his wife

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৫:৪৫
Share: Save:

নওয়াজ়উদ্দিন সিদ্দিকি এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহ বার বার জায়গা করে নিয়েছে সংবাদের শিরোনামে। একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাড়া করেছেন দম্পতি। এ বার স্ত্রী আলিয়া সিদ্দিকি ও ভাই শামাসের কাছে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেন অভিনেতা। বিতর্কে জড়িয়ে ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই প্রাক্তন স্ত্রী এবং ভাইয়ের নামে মানহানির মামলা দায়ের করেছেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ অভিনেতা।

ভাই শামাসের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ আনেন নওয়াজ়। অভিনেতার দাখিল করা পিটিশন অনুযায়ী ২০০৮ সালে শামাস অভিনেতার ম্যানেজার হিসেবে কাজ করেছেন। সেই সময় যৌথ ভাবে সম্পত্তিও কিনেছিলেন তাঁরা। কিন্তু, নওয়াজকে বলেছিলেন সম্পত্তির সবটাই ভাই শামাসের নামে কেনা। সম্পত্তিগুলির মধ্যে রয়েছে একটি ফ্ল্যাট এবং বেশ কিছু জমি, বুধানায় একটি জায়গা, শাহপুরের একটি খামারবাড়ি, দুবাইয়ের একটি সম্পত্তি। এ ছাড়াও রয়েছে বিলাসবহুল গাড়ি। সেই তালিকায় একটি রেঞ্জরোভার, বিএমডব্লিউ, ডুকাটি-সহ মোট ১৮টি গাড়ি রয়েছে। অভিনেতার দাবি তাঁর ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসওয়ার্ড সবই ছিল শামাসের নখদর্পনে।

এখানেই থামেননি নওয়াজ়। অভিনেতার আইনজীবী জানিয়েছেন, শামাস এবং নওয়াজ়ের স্ত্রী আলিয়া কিছু ভিডিয়ো বানিয়ে নওয়াজ়কে ব্ল্যাকমেল করেছেন। নওয়াজ় পরে ভাইয়ের কাছে তাঁর সম্পত্তি ফেরত চাইলে সেখানে ২০ কোটি টাকার অসঙ্গতি ধরা পড়ে। যার ফলে ২০২০ সালে ভাইকে চাকরি থেকে বহিষ্কার করেন অভিনেতা। নওয়াজ়ের কথায়, ‘‘শামাস ও আলিয়া আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। মানহানিকর ভিডিয়ো পোস্ট করেছে। যার ফলে আমার সিনেমার মুক্তি আটকে রয়েছে।’’ অভিনেতার দাবি এই ধরনের পোস্টের কারণে কোনও সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত যোগ দিতে পারছেন না তিনি। নওয়াজ়ের আইনজীবীর তরফে আলিয়া এবং শামাসকে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয়েছে। সময় যত এগোচ্ছে, সিদ্দিকি পরিবারের পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে। জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার।

অন্য বিষয়গুলি:

Nawazuddin Siddiqui nawazuddin siddiqui wife defamation case nawazuddin siddiqui brother
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy