Advertisement
২৯ নভেম্বর ২০২৪
Uttara Baokar

ক্যানসারে থমকে গেল বিজয়রথ, ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন মৃণাল সেনের ছবির নায়িকা উত্তরা

পর্দায় কাজ শুরুর আগে দীর্ঘ সময়ে থিয়েটার করেছেন উত্তরা। শ্যাম বেনেগলের ‘যাত্রা’ এবং গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়ে তিনি টেলিভিশনে কেরিয়ার শুরু করেন। জাতীয় পুরস্কার পেয়েছেন পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য।

National Award-winning actress Uttara Baokar passes away

‘রুক্মাবতী কি হাভেলি’, ‘দঘি’, ‘সর্দারি বেগম’, ‘বাস্তুপুরুষ’ ‘আজা নাচলে’, ‘ডর’ প্রভৃতি ছবিতে উত্তরার অভিনয় তাঁকে বিশেষ ভাবে জনপ্রিয় করেছিল। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ০৮:৩২
Share: Save:

৭৯ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী উত্তরা বাওকর। ক্যানসারে আক্রান্ত হয়ে পুণের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ছাত্রছাত্রী ও সহকর্মীরা।

টেলিভিশনে জনপ্রিয় মুখ ছিলেন উত্তরা। অভিনয় করেছেন একাধিক হিন্দি এবং মরাঠি ছবিতেও। পর্দায় কাজ শুরুর আগে দীর্ঘ সময় থিয়েটার করেছেন উত্তরা। অধ্যাপনাও করেছেন বেশ কয়েক বছর। শ্যাম বেনেগলের ‘যাত্রা’ এবং গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়ে তিনি টেলিভিশনে কেরিয়ার শুরু করেন।

মৃণাল সেনের ছবি ‘একদিন আচনক’-এ সেরা পার্শ্বচরিত্রের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তরা। সে ছবিতে অধ্যাপকের স্ত্রীর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন উত্তরা। ১৯৮৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমির তরফেও বিশেষ সম্মান পেয়েছিলেন তিনি। ন্যাশনাল স্কুল অফ ড্রামার কৃতী ছাত্রী ছিলেন। সেখানেই পরবর্তী সময়ে অধ্যাপক হিসাবে যোগদান করেন উত্তরা। থিয়েটারের জগতেও নানা অবদান রেখে চলেন তিনি। পাশাপাশি কাজ করছেন ছবিতেও।

‘রুক্মাবতী কি হাভেলি’, ‘দঘি’, ‘সর্দারি বেগম’, ‘বাস্তুপুরুষ’ ‘আজা নাচলে’, ‘ডর’ প্রভৃতি ছবিতে উত্তরার অভিনয় তাঁকে বিশেষ ভাবে জনপ্রিয় করেছিল। তেমনই জনপ্রিয় হয়েছিল উত্তরা অভিনীত টেলিভিশন অনুষ্ঠানগুলি। সেই তালিকায় রয়েছে, ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘রিশতে কোরা কাগজ়’, ‘জসসি জ্যায়সি কোই ন্যাহি’ প্রভৃতি ধারাবাহিক। শেষমেশ ক্যানসারের কবলে থেমে গেল উত্তরার বিজয়রথ। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন তাঁর পরিবার। শেষকৃত্যে উপস্থিত ছিলেন তাঁর ভাই ও বোন।

অন্য বিষয়গুলি:

Uttara Baokar Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy