Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
MP

বন্ধুর জন্মদিনে নুসরত ‘আইটেম বম্ব’?

পোস্ট বলছে, তিনি টলিপাড়ার এক নম্বর মেকআপ আর্টিস্ট স্যান্ডি ওরফে সন্দীপ। ছোট থেকে বড় পর্দার সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা যাঁর জাদু তুলির ছোঁয়ায় নিমেষে নিখুঁত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৬:৩২
Share: Save:

বন্ধুত্বের খাতিরে সাংসদ, তারকা নুসরত জাহান শেষ পর্যন্ত ‘আইটেম বম্ব’! তাঁর হাস্যে, লাস্যে, ঠুমকায় তাপের পারদ চড়ছে সামাজিক পাতার। নেটাগরিকেরা বিস্ময়ে হাবুডুবু খেতে খেতে দেখছেন, নুসরত ফের স্বমহিমায়। কার জন্মদিনে অভিনেত্রীর এত বড় ধামাকা?

পোস্ট বলছে, তিনি টলিপাড়ার এক নম্বর মেকআপ আর্টিস্ট স্যান্ডি ওরফে সন্দীপ। ছোট থেকে বড় পর্দার সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা যাঁর জাদু তুলির ছোঁয়ায় নিমেষে নিখুঁত।

আজ, মঙ্গলবার তাঁর জন্মদিন। শ্রাবন্তী, মিমি চক্রবর্তী হয়ে নুসরত জাহান-- সবাই তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তবে নুসরত বরাবরই ভিন্ন পথের পন্থী। তাই ২০১৬-য় নিজের অভিনীত ছবি ‘কেলোর কীর্তি’র আইটেম সং ‘এসেছি আমি আইটেম বম্ব’-এর তালে ফের তিনি ‘হট কেক’। অভিনেত্রীর সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে বার্থ ডে বয় স্যান্ডিকেও।

ফি-দিন এ ভাবেই সোশ্যাল পেজে চর্চায় থাকেন সাংসদ তারকা। পুজো রিলিজ ‘এসওএস কলকাতা ‘ দিয়ে ২০তম ছবি ছুঁয়েছেন অতি সম্প্রতি। করোনা অতিমারিতে ব্যবসায়িক চাপের মধ্যে থেকেও সে কথা মনে রেখেছেন নিখিল জৈন। সেই আনন্দে নিখিলের ছাতি ৩৬ থেকে বেড়ে ৫৬ না হলেও মাত্র চার দিনের মধ্যে সাংসদ-তারকা স্ত্রীকে উপহার দিয়েছেন নিজের ডিজাইন করা নতুন শাড়ি। সেই শাড়ি পরে চওড়া হাসি নিয়ে অংশুমান প্রত্যুষের ছবি ‘এসওএস কলকাতা’র প্রিমিয়ারে এসেওছিলেন তারকা দম্পতি।

Birthday Special 🥳🥳🥳🥳 HBD - @sandip3432 Dadai❤🎂 @nusratchirps 💃🏻 #nusratjahan #njrocks #nusratjahanfanforever❤ #nusratchirps #nusrat #nj #lovenj #nusratians #nusratrocks🤘🏻🤘🏻 #mpjahan #memberoftheparliament #basirhat #instagram #instagood #reels #reelsinstagram #reelitfeelit #reelkorbofeelkorbo #tollywood #tollywoodactress #bollywood #bollywoodsongs #srk #deepikapadukone #aliabhatt #jacquelinefernandez #anushkasharma #kritisanon #teammimi #mimichakrabortyfc_mimians

A post shared by ɴᴜsʀᴀᴛ_ᴊᴀʜᴀɴ_ғᴀɴ_ғᴏʀᴇᴠᴇʀ ❤🤞🏻 (@nusrat_jahan_fan_forever) on

A post shared by ɴᴜsʀᴀᴛ_ᴊᴀʜᴀɴ_ғᴀɴ_ғᴏʀᴇᴠᴇʀ ❤🤞🏻 (@nusrat_jahan_fan_forever) on

প্রায় রাত জেগে সমুদ্র সবুজ জমিনে গাঢ় রানি রঙে নিখিল ফুটিয়ে তুলেছেন নুসরতের ২০টি ছবির চরিত্রের নাম। সবার আগে নজর কেড়েছে পুজো রিলিজ ছবির চরিত্রের নাম, ‘আমান্ডা’। রয়েছে ‘স্মিতা’, ‘রুদ্রাণী’-সহ আরও ১৮টি নাম। লুক থ্রু অর্গ্যাঞ্জায় ফ্লোরাল মোটিফের সঙ্গে মিলেমিশে একাকার নিখিলের পত্নীপ্রেম!

কী করে এত মনে রাখেন নিখিল? সংবাদমাধ্যম প্রশ্ন রাখতেই সলজ্জ জবাব দেন ভাঙা বাংলায়, ‘‘কাজের মধ্যেও মনে ছিল, নুসরত ২০টি ছবি করে ফেলল। প্ল্যান করে বানিয়ে ফেললাম শাড়ি। ভাবিনি, ৪ দিনে বানিয়ে উঠতে পারব।’’

সঙ্গে জুড়েছেন প্রশংসাও, ভালই মানিয়েছে নুসরতকে!

অন্য বিষয়গুলি:

MP Actor Nusrat Jahan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy