Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Nusrat Jahan

‘আমাকে পড়ে স্নাতক হতে পারবে না!’ খোলা পিঠের ছবি দিয়ে বলতেই তোপের মুখে নুসরত

যদিও যাঁর ছবি দেখে নেট পাড়ার পড়শিদের ঘুম উড়েছে সেই নুসরতের কিন্তু এ সব নিয়ে একটুও মাথাব্যথা নেই।

নুসরত জাহান।

নুসরত জাহান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৭:১০
Share: Save:

বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। তিনিও কি বিতর্ক ছাড়া বাঁচতে পারেন? শুক্রবার রাতে ছবি আঁকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নুসরত জাহানকে লক্ষ্য করে ধেয়ে আসে নানা নেতিবাচক মন্তব্য। তারকা যদি শিল্পী হন, তাতেও যেন সমস্যা নেটাগরিকদের!

সেই রেশ কাটার আগেই শনিবার দুপুরে ফের নেট পাড়ায় আগুন জ্বালালেন তারকা সাংসদ, তাঁর পুরনো ছবি পোস্ট করে। লাল শাড়ি, লাল ব্যাকলেস চোলি। লাল অন্তর্বাস। চুল মাথার উপর তুলে ক্যাচারে আটকানো। চোখে রোদচশমা। সূর্যের দিকে মুখ করে দাঁড়ানো অভিনেত্রী যেন সূর্যমুখী! সব ছাপিয়ে নজর টেনেছে তাঁর মাখন গলা পিঠ, মুঠো মাপের কোমর। নুসরতকে জড়িয়ে আছে শীত রোদ। এটুকুই উষ্ণতা ছড়ানোর জন্য যথেষ্ট।

নেটাগরিকদের থেকে বাছা বাছা মন্তব্য শোনার জন্যও। নতুন ছবি শেয়ার হতেই প্রথমে চোখ কপালে। তার পরেই ঝাঁঝাঁলো বানভাসি মন্তব্য। কেমন মন্তব্যে বিদ্ধ হলেন সাংসদ-তারকা?

এক নেটাগরিকের আফসোস, ‘ধন্য পশ্চিমবঙ্গবাসী। এ রকম ট্যালেন্টেড সাংসদ পেয়েছে!’

A post shared by Nusrat (@nusratchirps)

আরেক জন আরও চাঁচাছোলা, ‘কাজ একটু করুন। সাংসদ হয়ে কী করলেন? সাংসদের বেতন নিচ্ছেন মাসে ২.৫ লাখ। জনগণের টাকা সব তো মডেলিং করেই ওড়াচ্ছেন। পাঁচ বছর এ ভাবে মানুষের সর্বনাশ করবেন!!!’

আরও পড়ুন: বুদ্ধর ছবি দিয়ে সাদা ক্যানভাস ভরলেন নুসরত, তাতেও পিছু নিল ট্রোলিং

চোখে বেঁধার মতো আপত্তিকর মন্তব্যও আছে অনেক। যদিও যাঁর ছবি দেখে নেট পাড়ার পড়শিদের ঘুম উড়েছে সেই নুসরতের কিন্তু এ সব নিয়ে একটুও মাথাব্যথা নেই। উল্টে ছবিতে ফলাও করে ক্যাপশন দিয়েছেন, ‘আমাকে পড়তে চেষ্টা কোরো না। স্নাতক হতে পারবে না!’

আরও পড়ুন: টাইপকাস্ট হওয়াটা আমার কাছে বড় পাওনা: ঋষি কৌশিক

তারও হাতেগরম জবাব মিলেছে। এক নেটাগরিক কান এঁটো করা মন্তব্য লিখেছেন, ‘ঠিক আছে। কোনও সমস্যা নেই। আমি তো কেবল উচ্চমাধ্যমিক পাস!’

অন্য বিষয়গুলি:

Nusrat Jahan Actress Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE