পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি।
দীর্ঘ লকডাউনের ধাক্কা সামলে উঠে সবে একটু একটু করে ছন্দে ফিরছিল বিনোদন জগৎ। ধুঁকতে থাকা প্রেক্ষাগৃহগুলিও প্রাণ ফিরে পাচ্ছিল একাধিক ছবি মুক্তির হাত ধরে। ‘সূর্যবংশী’, ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ কোটি কোটি টাকার ব্যবসা করেছে। নতুন বছরেও একাধিক বড় বাজেটের ছবি আসার কথা। কিন্তু দেশ জুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের কারণে স্থগিত রাখা হয়েছে বেশ কয়েকটি ছবির মুক্তি। এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন কোন ছবির জন্য আরও অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের।
জার্সি: শাহিদ কপূর এবং ম্রুনাল ঠাকুর অভিনীত এই ছবি গত বছর ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল । করোনা উদ্বেগের মাঝে এই ছবির মুক্তি স্থগিত রাখার ঘোষণা করা হয়। বিবৃতি জারি করে প্রযোজনা সংস্থা জানায়, ‘বর্তমান পরিস্থিতি এবং নতুন কোভিড বিধির কথা মাথায় রেখে আমরা আপাতত ছবির মুক্তি পিছিয়ে দিচ্ছি।’
আরআরআর: ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এস এস রাজামৌলি পরিচালিত এই ছবি। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ এবং আলিয়া ভট্ট অভিনীত ‘আরআরআর’ নিয়ে আগাগোড়াই জোরদার উৎসাহ দর্শকমহলে। প্রথমে জানানো হয়েছিল, এই ছবি মুক্তির দিন পিছনো হবে না। কিন্তু ঘোষণার এক দিনের মাথায় সিদ্ধান্ত বদল করেন নির্মাতারা। একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘অনেক চেষ্টা করেছি আমরা। কিন্তু কিছু পরিস্থিতি তৈরি হয়, যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ভারতের একাধিক রাজ্যে প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়ায় আমাদের কাছে আর কোনও রাস্তা নেই। তাই বাধ্য হচ্ছি, আপনাদের উত্তেজনায় বাধ সাধতে। ঠিক সময়ে ভারতীয় ছবির ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলাম।’
ভীমলা নায়ক: দক্ষিণী অভিনেতা পবন কল্যাণের এই তেলুগু ছবি প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ১২ জানুয়ারি। কিন্তু প্রযোজক সংগঠন এবং ‘আরআরআর’ ছবির প্রযোজকদের অনুরোধে মুক্তির দিন আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে এই ছবি বড় পর্দায় আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লি, হরিয়ানার মতো রাজ্যে বন্ধ রাখা হয়েছে প্রেক্ষাগৃহ। রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব জানিয়েছেন, সোমবার থেকে মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে চালাতে হবে সিনেমা হল, থিয়েটার। খোলা রাখা যাবে রাত ১০টা পর্যন্ত। এমন অবস্থায় কাঙ্ক্ষিত ব্যবসা না হওয়ার আশঙ্কায় পিছিয়ে যাচ্ছে একের পর এক ছবির মুক্তি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy