Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Mithai

TV Serial: উচ্ছেবাবু ‘রিকি দ্য রকস্টার’-এর খোলস ছাড়তেই ম্যাজিক! কী ঘটল ‘মিঠাই’-এর ভাগ্যে?

টানা ৫৬ সপ্তাহ ধরে ‘উচ্ছেবাবু-মিঠাই’ যখন অপ্রতিরোধ্য, তখনই বাদ সেধেছিল ‘ঋদ্ধি-খড়ি’। সেই থেকে দুই ধারাবাহিকের দড়ি টানাটানি শুরু।

কী ঘটল ‘মিঠাই’-এর ভাগ্যে?

কী ঘটল ‘মিঠাই’-এর ভাগ্যে?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৫:০২
Share: Save:

ছোট পর্দার রেজাল্ট বেরোনোর দিন! বৃহস্পতিবারের বারবেলায় রেটিং তালিকার টক্কর কি ‘মিঠাই’ আর ‘গাঁটছড়া’র মধ্যেই থমকে গেল? মাঝে ‘ধুলোকণা’ বা অন্যান্য ধারাবাহিকও ‘বাংলা সেরা’ তকমায় ঝলমলিয়ে উঠেছিল। সেই গৌরব সাময়িক। টানা ৫৬ সপ্তাহ ধরে ‘উচ্ছেবাবু-মিঠাই’ যখন অপ্রতিরোধ্য, তখনই বাদ সেধেছিল ‘ঋদ্ধি-খড়ি’। গৌরব চট্টোপাধ্যায়-শোলাঙ্কি রায়ের টাটকা জুটিতে মুগ্ধ ছোট পর্দার দর্শক। সেই থেকে চলতি সপ্তাহ পর্যন্ত দুই ধারাবাহিকের মধ্যে দড়ি টানাটানি চলছেই।

গত সপ্তাহে যেমন সেরা হয়েছিল অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ‘গাঁটছড়া’। এ বারে ‘উচ্ছেবাবু’ ওরফে সিদ্ধার্থ মোদক ‘রিকি দ্য রকস্টার’-এর খোলস ছাড়তেই ম্যাজিক। ৮.৪ পেয়ে ফের সিংহাসনে ‘মিঠাই’। চলতি সপ্তাহে নম্বরের ফারাক বেড়েছে দুই ধারাবাহিকের মধ্যে। ৭.৭ পেয়ে দ্বিতীয় ‘গাঁটছড়া’। যদিও এই ধারাবাহিকেরও পরতে পরতে টানটান উত্তেজনা, রহস্য ছড়ানো। পাশাপাশি, ‘ঋদ্ধি-খড়ি’র প্রেম জমিয়ে দিয়েছে ধারাবাহিক।

অনেক দিন পরে তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের আরও একটি ধারাবাহিক ‘মন ফাগুন’। ঝুলিতে নম্বর ৭.৬। অন্যায়ের বিরুদ্ধে ঋষি-পিহুর জোট বেধেঁ লড়াই এগিয়ে দিয়েছে ধারাবাহিককে। চতুর্থ স্থানে ‘ধুলোকণা’, ‘আলতা ফড়িং’। যৌথ ভাবে দু’জনে পেয়েছে ৭.৪। পঞ্চম স্থানে ‘গৌরী এল’। তার প্রাপ্ত নম্বর ৭.২।

বাকিরা কে কোথায়? জানতে চোখ রাখুন রেটিং চার্টে—

রেটিং চার্ট

রেটিং চার্ট গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE