২০২০ সালকে বিদায় জানালেন অভিনেতা-কমেডিয়ান মীর আফসার আলি। কিন্তু তারই সঙ্গে সুরা, মদিরা, মদ— সব কিছুকে বিদায় জানালেন নাকি তিনি? এমন আভাস পাওয়া গেল তাঁর পোস্টে। বৃহস্পতিবার রাত ১২টা বাজতে না বাজতেই ইনস্টাগ্রামে পোস্ট পড়ল মীরের প্রোফাইলে।
টাটা বাই বাই! ২০২০-কে চিরকালের মতো বিদায় জানিয়ে ‘উল্লাস’ করলেন তিনি। কিন্তু সঙ্গে ভরা মদের বোতলকেও টাটা? নতুন বছরে কি এমনটাই প্রতিজ্ঞা করলেন মীর?
উঁহু, মদকে না, ‘করোনা’কে বিদায় জানালেন তিনি। বলা ভাল, ‘অতিরিক্ত করোনা’কে। আসলে রসিক মীর উপমার সাহায্য নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চাইলেন। ‘করোনা’ ব্র্যান্ডের মদের বোতল হাতে নিয়ে ছবি তুললেন তিনি।
ছবিতে মুখ দৃশ্যমান না হলেও তাঁর অভিব্যক্তি স্পষ্ট। ‘করোনা একস্ট্রা’ বোতলকে সামনে রেখে নতুন বছরের কাছে তাঁর দাবি রাখলেন। ২০২১-এর কাছে তাঁর কী কী চাই সেটা নিয়ে তিনি ভাবিত নন। কী কী চাই না, সেই ব্যাপারে তিনি নিশ্চিত। তা হল, করোনা ভাইরাস। তাঁর মনের মধ্যে যেন এই সংলাপটাই চলাফেরা করছে, ‘রক্কে করো রঘুবীর’, আর যা দেবে দাও। কেবল এই জিনিসটার হাত থেকে বাঁচাও। শেষে মদের প্রথম চুমুক নেওয়ার আগের ‘উল্লাস’-টা জানাতে ভুললেন না মীর।
আরও পড়ুন: ‘গেন্দা ফুল’-এর সাফল্যের পর নতুন চমক! অরিন্দম শীল-বিক্রম ঘোষের সঙ্গে যোগ দেবেন হরিহরণ
ছবির ক্যাপশনের পর হ্যাশট্যাগে লিখলেন, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘২০২১’, ‘২০২১-এর লক্ষ্য’, ‘শান্তি’, ‘ভালবাসা’।
আরও পড়ুন: মুক্তি পেল ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’র পোস্টার, কেমন লাগছে নুসরত আবীরকে?