‘ইন্ডিয়ান আইডল’-এর অন্দরের কাহিনি ফাঁস করলেন মিনি। — ফাইল চিত্র।
‘ইন্ডিয়ান আইডল’ শুরু হওয়ার পর থেকে টানা ছটি সিজ়নের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন মিনি মাথুর। তাঁর সঞ্চালনা যেমন প্রশংসিত হয়েছিল, তেমনই ঘরে ঘরে পরিচিতি পান মিনিও। সদ্য সমাপ্ত হল ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩ নম্বর সিজ়ন। গত কয়েক বছর ধরে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। যদিও মাঝে কয়েক বার হাতবদল হয়েছিল। তবে আপাতত আদিত্যর হাতেই শোয়ের সঞ্চালনার দায়িত্ব। প্রায় এক দশক কেটে গিয়েছে, সঞ্চালনার কাজ থেকে বিরতি নিয়েছেন মিনি। এত বছর পর ‘ইন্ডিয়ান আইডল’-এর গোপন কথা ফাঁস করলেন তিনি। মিনির সাফ কথা, ‘‘এখন ইন্ডিয়ান আইডল-এর সবটাই বানানো, গল্প তৈরি করা হয়।’’
জনপ্রিয় সঞ্চালক সাইরাস বারোচার পডকাস্ট শোয়ে এসে মিনি বলেন, ‘‘এখন ইন্ডিয়ান আইডলের সবটাই সাজানো। এক বার ধর্মেন্দ্র ও হেমা মালিনী আসেন শোয়ে। আমাকেও বলা হয় কিছু মুহূর্ত তৈরি করতে। মাঝে মধ্যেই এই ধরনের নির্দেশ দেওয়া হত। তা-ও কাজ করছিলাম। কিন্তু তার পর মনে হল, শুধুই টাকার জন্য কাজ করব না।’’
মিনি খানিকটা আক্ষেপের সুরে বলেন, আগে শোয়ের প্রতিযোগীদের সঙ্গে আমার হৃদ্যতার সম্পর্ক ছিল। এমন অনেক সময় হয়েছে, আমার বাড়িতে নিমন্ত্রণ করে খাইয়েছি তাঁদের। তবে এখন সবই অবাস্তব মনে হয়।’’
কথায় কথায় মিনি এমন সব তথ্য ফাঁস করলেন যা, সত্যিই চমকে দেওয়ার মতো। মিনি জানান, শোয়ে প্রতিযোগীদের পরিবারের লোকেদের হঠাৎ এসে যাওয়ার যে গল্পগুলি দেখানো হয়, তা পুরোটাই সাজানো। প্রতিযোগীরা আগে থেকেই জানেন, কে কখন আসছেন। তবু নাকি নির্দেশ, অবাক হওয়ার ভান করতেই হবে!
তবে ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে মিনিই প্রথম নন, প্রশ্ন তুলেছিলেন অমিত কুমারও। তিনি এক বার অতিথি হয়ে যান শোয়ে। ফিরে এসে মুখ খুলেছিলেন তিনিও। তবে বিতর্ক সত্ত্বেও বছরের পর বছর ধরে রমরমিয়ে চলছে এই গানের রিয়্যালিটি শো।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy