মিলিন্দ সোমন। নামটা শুনলেই হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় অনেকের। মডেলিং থেকে শুরু করে অভিনয়, সব ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখেছেন ৫৫ বছরের এই ‘যুবক’। কিন্তু তাঁর কেরিয়ারের শুরুটা কী ভাবে হয়েছিল জানেন?
সেই গল্প মিলিন্দ নিজেই বললেন তাঁর ইনস্টাগ্রাম পেজে। নিজের তরুণ বয়সের একটি ছবি পোস্ট করে মিলিন্দ লেখেন, ‘১৯৮৯ সালে আমার প্রথম বিজ্ঞাপন অ্যাসাইনমেন্ট। এর আগে আমি জানতামও না মডেলিং কারও কেরিয়ার হতে পারে। হঠাৎই এক ব্যক্তি একদিন আমাকে ফোন করেন। তিনি আমাকে কোথাও একটা দেখেছিলেন এবং আমার কিছু ছবি তোলার কথা বলেন। কিন্তু সেই সময় আমি লাজুক ছিলাম, তাই দ্বিধা বোধ করছিলাম। কিন্তু এক ঘণ্টার কাজের জন্য যখন আমাকে ৫০ হাজার টাকার অফার দেওয়া হয়েছিল আমি রাজি হয়ে গিয়েছিলাম। ধন্যবাদ রসনা বহেল।’
অর্থাৎ পরিকল্পনামাফিক কখনওই মডেলিংকে বেছে নেননি মিলিন্দ। আচমকা একটা ফোনই ঘুরিয়ে দেয় তাঁর জীবনের অভিমুখ। এতগুলো বছর কেটে যাওয়ার পরে আজও তিনি সকলের ‘ফিটনেস আইকন’।
শুধু মডেলিংয়েই নয়, অভিনয় জগতেও নিজের পায়ের তলার জমি শক্ত করেন মিলিন্দ। ‘ক্যাপ্টেন ব্যোম’-এর মতো বিখ্যাত ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এ ছাড়াও ‘প্যায়ার কা সুপার হিট ফরমুলা’, ‘জুরম’, ‘বাজিরাও মস্তানি’ ছবিতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: ডাব্বু রতনানীর ক্যালেন্ডার শ্যুটে অপ্সরা জ্যাকলিন ফার্নান্ডেজ
আপাতত তিনি ব্যস্ত ‘পৌরুষপুর’ নিয়ে। এই ওয়েব সিরিজে এক কিন্নরের ভূমিকায় দেখা যাবে মিলিন্দকে।
আরও পড়ুন: আইসক্রিম খেতে গিয়ে দেড় ঘণ্টা শ্যুটিং করেননি মধুমিতা!