আলিয়া ভট্টের ‘বেস্টি’ এই বলি মডেল ডেট করছেন ভারতের এক বিশ্বকাপারের সঙ্গে?
তিনি বলিউডে পা রাখলে অনেক নায়িকাই নাকি হিংসে করতে পারেন, বলা হচ্ছে এমনটাই।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০১৯ ১১:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
তিনি বলিউডে পা রাখলে অনেক নায়িকাই নাকি হিংসে করতে পারেন, বলা হচ্ছে এমনটাই।
০২১৫
ড্রিম গার্ল হেমা মালিনীর সঙ্গে মিল রয়েছে, এমনটাও বলা হয়েছে বহু বার।
০৩১৫
মডেলিং জগতে তিনি যদিও পরিচিত একটি নাম, তবে সিনেমায় অভিনয়ে তাঁকে সে ভাবে দেখা যায়নি এখনও।
০৪১৫
তিনি আকাঙ্ক্ষা রঞ্জন কপূর। সোশ্যাল মিডিয়ায় কয়েক লক্ষ ফলোয়ার রয়েছে এই তরুণীর। ভারতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে জড়িয়েছে তাঁর নাম।
০৫১৫
অভিনেতা-পরিচালক শশী রঞ্জনের মেয়ে তিনি। ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা অণু রঞ্জন তাঁর মা। তাঁর বোন অনুষ্কাও অভিনয় করেন।
০৬১৫
সম্প্রতি বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তিনি ভারতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন।
০৭১৫
এক সঙ্গে নৈশভোজে গিয়েছেন, পার্টিও করেছেন। আবার একই সঙ্গে আকাঙ্ক্ষার মায়ের স্বেচ্ছাসেবী সংস্থায় নারী ক্ষমতায়ন ও কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে কাজও করেছেন জানিয়েছে বলি সূত্র।
এই ক্রিকেটার ভারতের বিশ্বকাপ দলের সদস্য। বিতর্কও তৈরি হয়েছিল তাঁকে ঘিরে। সব বাধা পেরিয়ে দলে সুযোগ পেয়েছেন তিনি। তখন নাকি পাশে পেয়েছিলেন আকাঙ্ক্ষাকে।
১০১৫
তবে আকাঙ্ক্ষার আরও একটা পরিচয় রয়েছে। বলিউড নায়িকা আলিয়া ভট্টের প্রিয়তম বান্ধবী হিসাবেও পরিচিত তিনি।
১১১৫
সম্প্রতি অপরশক্তি খুরানা ও অঙ্কিত তিওয়ারির সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন আকাঙ্ক্ষা। তাঁকে ‘চিয়ার আপ’ করেছেন ওই ক্রিকেটারও।
১২১৫
আকাঙ্ক্ষার সঙ্গে এর আগে নাম জড়িয়েছিল বিখ্যাত হোটেল মালিক অভীক চট্টোপাধ্যায়ের। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়।
১৩১৫
আকাঙ্ক্ষা যদিও সোশ্যাল মিডিয়ায় এই ক্রিকেটারকে বন্ধু হিসাবেই উল্লেখ করেছেন। কিন্তু পোস্টে একটি হলুদ রঙের ‘হার্ট সাইন’ ছিল, তা নেটিজেনদের নজর এড়ায়নি।
১৪১৫
এই ক্রিকেটার ওপেনার হিসাবেও মন্দ নয়, আবার মিডল অর্ডারেও চমৎকার খেলেন। কর্ণ জোহরের শো’য়ে গিয়ে বিতর্কে জড়িয়ে নির্বাসিত হন। এ বার চিনতে পারছেন আকাঙ্ক্ষার পার্টি ফ্রেন্ডকে?
১৫১৫
ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে আকাঙ্ক্ষার নাম জড়িয়েছিল। যদিও রাহুল বলেছেন, একটা মেয়ে আর একটা ছেলে কি ভাল বন্ধু হতে পারে না? প্রেমের তত্ত্ব একেবারেই উড়িয়ে দেন তিনি।