Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Manisha Koirala-Kate Middleton

দুই ক্যানসার-যোদ্ধার যোগাযোগ, মনীষার কাছে এল ব্রিটেনের যুবরানি কেটের বার্তা

সম্প্রতি ‘হীরামন্ডি’ সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এ বার মনীষার কাছে বার্তা এল ব্রিটেনের যুবরানি কেট মিডলটনের তরফ থেকে।

(বাঁ দিকে) মনীষা কৈরালা। কেট মিডলটন (ডান দিকে)।

(বাঁ দিকে) মনীষা কৈরালা। কেট মিডলটন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:৩২
Share: Save:

২০১২ সালে জরায়ু ক্যানসারে আক্রান্ত হন মনীষা কৈরলা। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। কর্কট রোগে আক্রান্ত হওয়ায় শরীরের পাশাপাশি মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন মনীষা। একাকিত্ব গ্রাস করেছিল তাঁকে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন সম্প্রতি। ‘হীরামান্ডি’ সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এ বার মনীষার কাছে বার্তা এল ব্রিটেনের যুবরানি কেট মিডলটনের কাছ থেকে।

চলতি বছর মার্চ মাস নাগাদ খবর আসে কেটও ক্যানসারে আক্রান্ত। যুবরানি নিজেই জানিয়েছিলেন, তাঁর কেমোথেরাপি চলছে। তার আগে বহু দিন তিনি ছিলেন লোকচক্ষুর অন্তরালে। রাজপরিবারে কেট একা নন। রাজা তৃতীয় চার্লসেরও ক্যানসার ধরা পড়েছে। তবে শরীরের কোন অংশে ক্যানসার, তা জানা যায়নি। চার্লসকে অবশ্য গত এপ্রিলেই চিকিৎসকেরা শরীর নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। কেটের স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে, কিন্তু চিকিৎসা চলবে জানা গিয়েছে। যুবরানির কর্কট রোগে আক্রান্ত হওয়ার কথা জানতে পারার পরই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন বলিউডের অভিনেত্রী। মনীষা নিজেও নেপাল রাজপরিবারের সদস্য। অবশেষে যোগাযোগ হল দুই ক্যানসার-যোদ্ধার। যুবরানির তরফ থেকে এল বার্তা। মনীষা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘অনেক দিন ধরেই ওঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। অবশেষে যুবরানি তরফ থেকে বার্তা পেলাম।’’ যদিও দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা খোলসা করেননি অভিনেত্রী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE