মালাইকা অরোরা।
ধূসর রঙের ট্র্যাক প্যান্টের সঙ্গে স্পোর্টস ব্রা। আলগোছে জড়ানো একই রঙের জ্যাকেট। জিপ খোলা থাকায় উন্মুক্ত বক্ষভাঁজ। এই সাজেই মঙ্গলবার বান্দ্রার (পশ্চিম) ওয়েস্ট ওয়ার্ড অফিস থেকে কোভিড প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নিলেন মালাইকা অরোরা। সেই ছবি নেটমাধ্যমে ভাগ হতেই কানে আঙুল দেওয়ার মতো মন্তব্য নেটাগরিকদের। বেশির ভাগের প্রশ্ন, বক্ষভাঁজ না দেখালেই নয়?
মালাইকার যদিও কোনও হেলদোল নেই। নাগরিক কর্তব্য পালন করে তিনি খুশি। ছবি ভাগ করে নিয়ে গর্বের সঙ্গে লিখে জানিয়েছেন, ‘নিজে সুরক্ষিত। সমাজকেও সুরক্ষিত রাখছি। প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নেওয়া মানে, আমি নিরাপত্তা বলয় সম্পূর্ণ করেছি।' প্রতিষেধক নেওয়ার পর তিনি ছবি তোলেন উপস্থিত স্বাস্থ্যকর্মী, চিকিৎসকের সঙ্গে। আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।
মালাইকার ছবি দেখতে দেখতে ভাইরাল। তবে প্রতিষেধক নিয়ে অভিনেত্রী যতটা আনন্দিত, তাঁর পোশাক দেখে ঠিক ততটাই বিরক্ত নেটাগরিকেরা। সে কথা তাঁরা স্পষ্ট জানিয়েওছেন মন্তব্য বিভাগে। কেউ বলেছেন, ‘ভুল পোশাকে ঠিক কাজ করে এলেন!' কারওর জিজ্ঞাসা, 'জ্যাকেট আধখোলা কেন! পুরোটা কেন পরেননি?' জনৈক নেটাগরিক আবার প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন মালাইকার। তাঁর দাবি, ‘বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন প্রিয়ঙ্কা। তাঁরও একটাই দোষ। সব জায়গাতেই তাঁরও বক্ষভাঁজ উন্মুক্ত!’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy