Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Arbaz khan-Malaika Arora

‘অনেকেই বলেছিল এতেই তোমার ফায়দা’, বিচ্ছেদের পর কী করেন মালাইকা?

২০১৬ সালে ভেঙে যায় আরবাজ়-মালাইকার ১৯ বছরের দাম্পত্য। তার পর সকলেই মালাইকাকে উপদেশ দেন একটি নির্দিষ্ট বিষয়ে। তবু কথা শোনেননি মালাইকা।

Malaika Arora Commented on Dropping Khan surname after her divorce with Arbaaz Khan

আরবাজ়ের সঙ্গে বিচ্ছেদের পর সকলে যে কাজটা করতে বারণ করেছিলেন মালাইকাকে। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৩:২২
Share: Save:

বলিউডে যে খান পরিবারের প্রতিপত্তি, তা কথা সকলেরই জানা। আরবাজ় খানকে বিয়ে করে মালাইকার নামের সঙ্গে জুড়ে গেল খান পদবি। সিনেমায় সবে কেরিয়ার শুরু করেছিলেন মালাইকা। তার মধ্যেই বিয়ে করে নেন আরবাজ়কে। প্রায় ১৯ বছরের দাম্পত্য মালাইকা-আরবাজের। ২০১৬ সালে ভেঙে যায় সেই বিয়ে। বিবাহবিচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গেই মালাইকা সিদ্ধান্ত নেন, খান পদবি সরিয়ে দেওয়ার। তখন মালাইকাকে সকলেই উপদেশ দিয়েছিলেন খান পদবির ছত্রছায়ায় থাকার। তবু নিজের সিদ্ধান্তে অনড় অভিনেত্রী ‘খান’ হটিয়ে হলেন মালাইকা আরোরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, আরবাজ়ের সঙ্গে বিচ্ছেদের পরও সকলে তাঁকে বলেছিলেন, খান পদবি ব্যবহার করতে। কারণ ওই পদবির যে একটা ভার রয়েছে। মালাইকার কথায়, ‘‘অনেকেই মনে করেন, এই পদবির জন্যই কাজ পেয়েছি। যদিও সে কথা অস্বীকার করব না। তবে পদবিটার মূল্য রয়েছে ভেবে হাত-পা গুটিয়ে বসে থাকিনি। লড়াইয়ে টিকে থাকতে আমি অনেক পরিশ্রম করেছি, নিজেকে প্রমাণ করতে হয়েছে প্রতি দিন। আমি যে দিন ওই পদবিটা ছেড়ে দিয়েছি, তার পর থেকে এক দিনের জন্য নিজেকে কোনও কিছুতে বেঁধে রাখিনি।’’

আরবাজ়ের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন সেই পরিস্থিতি বদলেছে। এখন আর কোনও লুকোচুরি নেই। নিজেদের সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমেও বেশ খোলামেলা অর্জুন ও মালাইকা।

অন্য বিষয়গুলি:

arbaz khan Malaika Arora Bollywood Actors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy