Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Devi Chowdhurani Pre Teaser

‘বড় ছবির দর্শক এখনও হারিয়ে যাননি’, ‘দেবী চৌধুরানী’র ঝলক মুক্তির পর বললেন পরিচালক

বড়দিনে ‘দেবী চৌধুরানী’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এল। এই ছবি নিয়ে তাঁর প্রত্যাশার কথা জানালেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।

Makers have revealed the pre teaser of Devi Chowdhurani on Christmas starring Prosenjit Chatterjee and Srabanti Chatterjee dgtl

‘দেবী চৌধুরানী’ ছবিতে প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর লুক। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৩
Share: Save:

বড়দিনে বড় চমক! প্রকাশ্যে ‘দেবী চৌধুরানী’ ছবির প্রথম ঝলক। সমাজমাধ্যমে ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে। দু’বছরেরর প্রস্তুতি। অবশেষে ছবির ঝলক দর্শকের সামনে হাজির করতে পেরে আপ্লুত ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র।

ছবির প্রথম ঝলকে (প্রি টিজ়ার) নামভূমিকায় ধরা দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অন্য দিকে, ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক তৈরি করেছে কৌতূহল। ২০২৩ সালের জানুয়ারি মাসে এই ছবির ঘোষণা করেন শুভ্রজিৎ। ছবির ঘোষণার পর থেকে ইন্ডাস্ট্রিতে নানা কথা শুনতে হয়েছে তাঁকে। কেউ বলেছেন, ছবিটি নাকি তৈরিই হবে না। কেউ আবার বলেছিলেন, পুরোটাই গুজব। সেখান থেকে বুধবার ছবির ঝলক প্রকাশ্যে। আনন্দবাজার অনলাইনকে শুভ্রজিৎ বললেন, ‘‘এখন আর এ সব নিয়ে বিশেষ ভাবছি না। ভাল করে ছবির পোস্ট প্রোডাকশন শেষ করতে চাই।’’ পরিচালকের দাবি, ঝলকে যা দেখা গিয়েছে, তা ছবির ৫ শতাংশও নয়।

ছবির ঝলক মুক্তি পাওয়ার পর থেকে কী রকম প্রতিক্রিয়া পেলেন শুভ্রজিৎ? পরিচালক বললেন, ‘‘ছুটির দিন। ইন্ডাস্ট্রির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাইনি। কিন্তু সমাজমাধ্যমে আমার ইনবক্স মেসেজে ভরে গিয়েছে।’’ ছবির ফার্স্ট লুক এর আগে প্রকাশ্যে এসেছে। কিন্তু টিজ়ার প্রকাশ্যে আসার পর দর্শকের প্রতিক্রিয়া দেখে আরও মনের জোর বেড়েছে পরিচালকের। বললেন, ‘‘দর্শকের জন্যই আমাদের কাজ। তাঁদের ভাল লাগলেই আমি খুশি। আর কিছু চাই না।’’

গত কয়েক বছরে বাংলায় বড় বাজেটের ছবি চলছে না বলে গুঞ্জন। তবে চলতি বছরে ‘বহুরূপী’ বা সাম্প্রতিক ‘খাদান’-এর ফলাফল বাংলা বাণিজ্যিক ছবির ধারাকে ফিরিয়ে এনেছে। শুভ্রজিতের কথায়, ‘‘আমরা আমাদের ছবি নিয়ে শুরু থেকেই কনফিডেন্ট ছিলাম। তবে ‘বহুরূপী’ এবং ‘খাদান’-এর মতো ছবির সাফল্য আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ইতিবাচক খবর।’’

শুভ্রজিৎ বিশ্বাস করেন, ভাল বাংলা ছবির দর্শক এখনও রয়েছেন। তাঁর কথায়, ‘‘বড় ক্যানভাসের ছবি দর্শক যে দেখেন, তা তো প্রমাণিত। আর শুধুই ঘরের মধ্যে শুটিং করলে, একটা সময়ে দর্শক শুধু ওটিটিতেই ছবি দেখবেন। আর প্রেক্ষাগৃহে আসবেন না।’’ জাতীয় পুরস্কারের সেন্ট্রাল প্যানেলের জুরি থাকার সময়েও অন্যান্য বিভাগের জুরি সদস্যেরা বাংলা থেকে বড় ছবির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেন শুভ্রজিৎকে। পরিচালক বললেন, ‘‘আমি শুধু বলেছিলাম, একটু অপেক্ষা করুন। ‘দেবী চৌধুরানী’ আসছে। আজকে সত্যিই খুব ভাল লাগছে।’’ ‘অ্যাডিটেড মোশন পিকচার্স’ এবং ‘লোক আর্টস কালেক্টিভ’ প্রযোজিত ‘দেবী চৌধুরানী’ ২০২৫-এর ১ মে মুক্তি পাওয়ার কথা।

অন্য বিষয়গুলি:

Devi Chowdhurani Bengali Film New Bengali Film Prosenjit Chatterjee Srabanti Chatterjee Subhrajit Mitra Film Teaser
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy