মাধুরী দে। নিজস্ব চিত্র।
পুজো আসবে, পুজোর গান আসবে না! তা কী হয়? তাই জাতীয় পুরস্কারজয়ী রূপঙ্কর বাগচীর মতোই ‘সারেগামাপা’ মঞ্চ-খ্যাত মাধুরী দে দর্শক-শ্রোতাদের উপহার দিচ্ছেন পুজো স্পেশাল মিউজিক ভিডিয়ো ‘মা গো মা দুর্গা মা।’ যেখানে গানের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে স্বয়ং গায়িকাকে। গানের সুরও তাঁরই দেওয়া। কথায় অপরাজিতা চক্রবর্তী। অ্যারেজমেন্টে সৌরভ বাবাই চক্রবর্তী।
কোন রূপ তিনি তুলে ধরছেন মায়ের? শিল্পীর দাবি, মায়ের যোগিনী রূপ খুবই কম প্রকাশ্যে আসে। তাই তিনি এই দিকটি ধরতে চেয়েছেন। গানের সঙ্গে সঙ্গতি রেখে নাচ আর অভিনয়। সামলানো গেল? সহজ ভাষায় বুঝিয়ে দিলেন মাধুরী, ‘‘এখনকার গান শুধুই শোনার নয়, দেখারও। তাই গানের পাশাপাশি নাচের কিছু মুদ্রাও আমি দেখিয়েছি। পুরোটাই সম্ভব হয়েছে কোরিওগ্রাফার সৌমেন ঘোষের জন্য। টিম সাপোর্টও প্রচণ্ড পেয়েছি আমি।’’ মেকআপে পারমিতা। অক্টোবরের মাঝামাঝি মুক্তি পাবে মাধুরীর ২০২০-র পুজোর গান। অতিমারির আবহে যাঁদের মন ভারী তাঁদের প্রতি শিল্পীর বার্তা, তিনি নিজে সবার হয়ে গানের মাধ্যমে করোনাসুর বধের আর্তি জানিয়েছেন দেবী মাকে। সবার মঙ্গল কামনা করেছেন।
মাধুরীর আশা, দেবী আরাধনা আর পুজোর গানে রোগহীন পৃথিবী ফিরে আসবে।
আরও পড়ুন: নগ্ন ব্যালট রুখতে নগ্ন সেলেবরা, ভোট শিক্ষা দিতে অবাক কাণ্ড আমেরিকায়
আরও পড়ুন: চিনের সাহায্যে অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানাচ্ছে পাকিস্তান
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy