Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Ranojoy Bishnu relationships

বিছুটি পাতা হাতে সোহিনীকে প্রস্তাব! প্রেম ও বিচ্ছেদের ধারাবাহিকে রণজয়ের নায়িকা ক’জন?

রণজয় বিষ্ণু ও সোহিনী সরকারের প্রেম এক সময় চর্চায় থাকলেও বিচ্ছেদ হয় তাঁদের। কিন্তু অভিনেতার জীবনে একাধিক প্রেমসঙ্গ হয়েছে। জীবনে চলার পথে কাদের সঙ্গ অভিনেতাকে দিয়েছে বসন্তের ছোঁয়া?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৪ ১৬:৩২
Share: Save:
০১ ১২
সুঠাম শরীর, নরুণচেরা চোখ— টেলিপাড়ার চর্চিত নায়ক রণজয় বিষ্ণু। তবে বছর কয়েক আগে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন তিনি। প্রায় চার বছর সম্পর্কে থাকার পর ছন্দপতন সোহিনী-রণজয়ের সম্পর্কে। এ দিকে বিচ্ছেদের বছর ঘুরতে না ঘুরতেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘর বেঁধে ফেলেছেন সোহিনী। তার পরই রণজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার একাধিক কারণের কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে সোহিনী একা নন, রণজয়ের জীবনে ‘প্রাক্তনে’র তালিকা বেশ দীর্ঘ। কার সঙ্গে ঠিক কত দিন সম্পর্কে ছিলেন অভিনেতা?

সুঠাম শরীর, নরুণচেরা চোখ— টেলিপাড়ার চর্চিত নায়ক রণজয় বিষ্ণু। তবে বছর কয়েক আগে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন তিনি। প্রায় চার বছর সম্পর্কে থাকার পর ছন্দপতন সোহিনী-রণজয়ের সম্পর্কে। এ দিকে বিচ্ছেদের বছর ঘুরতে না ঘুরতেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘর বেঁধে ফেলেছেন সোহিনী। তার পরই রণজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার একাধিক কারণের কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে সোহিনী একা নন, রণজয়ের জীবনে ‘প্রাক্তনে’র তালিকা বেশ দীর্ঘ। কার সঙ্গে ঠিক কত দিন সম্পর্কে ছিলেন অভিনেতা?

০২ ১২
অস্মিতা মুখোপাধ্যায়, শোনা যায় রণজয়ের জীবনে তিনিই প্রথম প্রেম। যদিও সম্পর্কের মেয়াদ খুব দীর্ঘ ছিল না। ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন তাঁরা।

অস্মিতা মুখোপাধ্যায়, শোনা যায় রণজয়ের জীবনে তিনিই প্রথম প্রেম। যদিও সম্পর্কের মেয়াদ খুব দীর্ঘ ছিল না। ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন তাঁরা।

০৩ ১২
তার পর রণজয়ের সঙ্গে সম্পর্কে জড়ান টলিপাড়ার আর এক অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন তাঁরা। প্রথম প্রেম ভাঙার পর পরই সায়ন্তনীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। ২০১০-২০১৩ সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন সায়ন্তনী-রণজয়।

তার পর রণজয়ের সঙ্গে সম্পর্কে জড়ান টলিপাড়ার আর এক অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন তাঁরা। প্রথম প্রেম ভাঙার পর পরই সায়ন্তনীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। ২০১০-২০১৩ সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন সায়ন্তনী-রণজয়।

০৪ ১২
তাঁদের প্রেম ভেঙেছে প্রায় বছর দশেক হল। তবু, সোহিনী সরকারের বিয়ে হতেই সমাজমাধ্যমে ‘প্রাক্তন প্রেমিক’-এর উদ্দেশে সায়ন্তনী লেখেন, ‘‘প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারেন… এঁরা হলেন তাঁরা, যাঁরা মৃতদেহের পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারেন। কারণ, পাবলিক সিমপ্যাথি বাড়লে এঁদের ফলোয়ারও বাড়বে। আসলে সোনার ডিম পাড়া মুরগি চলে গেলে খারাপ তো সকলেরই লাগে! আমার মনে হয়, নতুন এটিএম কার্ড থেকে বোধ হয় এখনও টাকা তোলা যায়নি। মেয়েরা সতর্কও থাকুন এই সব কালজয়ী অভিনেতাদের থেকে, যাঁরা পর্দায় এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন।’’

তাঁদের প্রেম ভেঙেছে প্রায় বছর দশেক হল। তবু, সোহিনী সরকারের বিয়ে হতেই সমাজমাধ্যমে ‘প্রাক্তন প্রেমিক’-এর উদ্দেশে সায়ন্তনী লেখেন, ‘‘প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারেন… এঁরা হলেন তাঁরা, যাঁরা মৃতদেহের পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারেন। কারণ, পাবলিক সিমপ্যাথি বাড়লে এঁদের ফলোয়ারও বাড়বে। আসলে সোনার ডিম পাড়া মুরগি চলে গেলে খারাপ তো সকলেরই লাগে! আমার মনে হয়, নতুন এটিএম কার্ড থেকে বোধ হয় এখনও টাকা তোলা যায়নি। মেয়েরা সতর্কও থাকুন এই সব কালজয়ী অভিনেতাদের থেকে, যাঁরা পর্দায় এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন।’’

০৫ ১২
সায়ন্তনীর সঙ্গে বছর তিনেক সম্পর্কে থাকার পর বিচ্ছেদ এবং নতুন প্রেমে পড়ার পুনরাবৃত্তি। যে বছর সায়ন্তনীর সঙ্গে প্রেম ভাঙে রণজয়ের, সেই বছরই, অর্থাৎ ২০১৩ সালে শিবাঙ্গী শর্মা নামক এক তরুণীর প্রেমে পড়েন তিনি। এক বছরেই শেষ হয়ে যায় সেই প্রেমের মেয়াদ।

সায়ন্তনীর সঙ্গে বছর তিনেক সম্পর্কে থাকার পর বিচ্ছেদ এবং নতুন প্রেমে পড়ার পুনরাবৃত্তি। যে বছর সায়ন্তনীর সঙ্গে প্রেম ভাঙে রণজয়ের, সেই বছরই, অর্থাৎ ২০১৩ সালে শিবাঙ্গী শর্মা নামক এক তরুণীর প্রেমে পড়েন তিনি। এক বছরেই শেষ হয়ে যায় সেই প্রেমের মেয়াদ।

০৬ ১২
২০১৪ সালে শিবাঙ্গীর সঙ্গে প্রেম ভাঙে। ফের বসন্ত আসে রণজয়ের জীবনে ২০১৫ সালে। এ বার ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডল। এ বারও দীর্ঘ হয়েছিল প্রেমের মরসুম। ২০১৫-২০১৮ সাল পর্যন্ত এক সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা-রণজয়। তবে সেই প্রেমও ভেঙে যায় কোনও এক অজ্ঞাত কারণে।

২০১৪ সালে শিবাঙ্গীর সঙ্গে প্রেম ভাঙে। ফের বসন্ত আসে রণজয়ের জীবনে ২০১৫ সালে। এ বার ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডল। এ বারও দীর্ঘ হয়েছিল প্রেমের মরসুম। ২০১৫-২০১৮ সাল পর্যন্ত এক সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা-রণজয়। তবে সেই প্রেমও ভেঙে যায় কোনও এক অজ্ঞাত কারণে।

০৭ ১২
২০১৯ সালে ফের নতুন প্রেমের আগমন। এ বার মডেল অন্তরা চৌধুরী। যদিও মাসখানেক সম্পর্কে থাকার পরই ভেঙে যায় সেই রণজয়ের নতুন সম্পর্ক।

২০১৯ সালে ফের নতুন প্রেমের আগমন। এ বার মডেল অন্তরা চৌধুরী। যদিও মাসখানেক সম্পর্কে থাকার পরই ভেঙে যায় সেই রণজয়ের নতুন সম্পর্ক।

০৮ ১২
এর পরই রণজয়ের জীবনে আসেন সোহিনী সরকার। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘জাজমেন্ট ডে’-এর শুটিং করতে পাহাড়ে গিয়েছিলেন তাঁরা। সেখানেই শুরু তাঁদের প্রেমের। বিছুটি পাতা হাতে নিয়ে নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তিনি সোহিনীকে। কেমন ছিল তাঁদের ভালবাসার শুরুটা?

এর পরই রণজয়ের জীবনে আসেন সোহিনী সরকার। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘জাজমেন্ট ডে’-এর শুটিং করতে পাহাড়ে গিয়েছিলেন তাঁরা। সেখানেই শুরু তাঁদের প্রেমের। বিছুটি পাতা হাতে নিয়ে নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তিনি সোহিনীকে। কেমন ছিল তাঁদের ভালবাসার শুরুটা?

০৯ ১২
সোহিনীর সঙ্গে প্রেম প্রসঙ্গে এর আগে রণজয় আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, “দার্জিলিঙে ছিল ‘জাজমেন্ট ডে’-র কাজ। কফিশপ থেকে বেরিয়েই প্রেম পেল খুব। হাতের কাছে ছিল বিছুটি পাতা।’’ তাই দিয়েই হাঁটু গেড়ে বসে, রণজয় তখন শাহরুখ খান। যদিও “সোহিনী বলল, ও শাহরুখ আর আমি নাকি কাজল,” জানান রণজয়। সেখান থেকেই প্রেমের শুরু। দু’বছর পরেও একই ভাবে চলেছে ‘বিছুটি প্রেম’। সেই শুরু, তার পর ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত একসঙ্গে পথ চলা। তবে তাঁদের প্রেম পরিণতির পাওয়ার আগেই যেন ঝরে পড়ল।

সোহিনীর সঙ্গে প্রেম প্রসঙ্গে এর আগে রণজয় আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, “দার্জিলিঙে ছিল ‘জাজমেন্ট ডে’-র কাজ। কফিশপ থেকে বেরিয়েই প্রেম পেল খুব। হাতের কাছে ছিল বিছুটি পাতা।’’ তাই দিয়েই হাঁটু গেড়ে বসে, রণজয় তখন শাহরুখ খান। যদিও “সোহিনী বলল, ও শাহরুখ আর আমি নাকি কাজল,” জানান রণজয়। সেখান থেকেই প্রেমের শুরু। দু’বছর পরেও একই ভাবে চলেছে ‘বিছুটি প্রেম’। সেই শুরু, তার পর ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত একসঙ্গে পথ চলা। তবে তাঁদের প্রেম পরিণতির পাওয়ার আগেই যেন ঝরে পড়ল।

১০ ১২
কিন্তু সোহিনীর সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়টি খুব সহজে মিটল না। বিস্তর জলঘোলা হয়েছে এই বিচ্ছেদ নিয়ে। সোহিনীর অবশ্য এখন নতুন জীবন। তবু প্রাক্তন প্রেমিকা বিয়ে হয়ে গিয়েছে বলে রণজয়ের তরফে নাকি কোনও তিক্ততা নেই। বরং তিনি জানান, যদি কারও সঙ্গে ভাল মুহূর্ত কাটিয়ে থাকেন অথবা জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর সঙ্গে থাকার স্বপ্ন দেখেন, তাঁর প্রতি সব সময় শ্রদ্ধাশীল রণজয়। প্রাক্তনের বর্তমান সম্পর্কের প্রতিও শ্রদ্ধা রয়েছে অভিনেতার।

কিন্তু সোহিনীর সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়টি খুব সহজে মিটল না। বিস্তর জলঘোলা হয়েছে এই বিচ্ছেদ নিয়ে। সোহিনীর অবশ্য এখন নতুন জীবন। তবু প্রাক্তন প্রেমিকা বিয়ে হয়ে গিয়েছে বলে রণজয়ের তরফে নাকি কোনও তিক্ততা নেই। বরং তিনি জানান, যদি কারও সঙ্গে ভাল মুহূর্ত কাটিয়ে থাকেন অথবা জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর সঙ্গে থাকার স্বপ্ন দেখেন, তাঁর প্রতি সব সময় শ্রদ্ধাশীল রণজয়। প্রাক্তনের বর্তমান সম্পর্কের প্রতিও শ্রদ্ধা রয়েছে অভিনেতার।

১১ ১২
২০২৩ সালটা একাই ছিলেন অভিনেতা, বলা যায় ‘সিঙ্গল’। সেই সময় লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি সিরিয়াল ‘ঝনক’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন রণজয়। কাশ্মীরে শুটিং চলছিল। শোনা যায় সেই সময় সহ-অভিনেত্রী পত্রালি চট্টোপাধ্যায়ের সঙ্গে শুটিংয়ের ফাঁকেই তিন-চার দিনের জন্য বেরিয়ে পড়েছিলেন ট্রেকিংয়ে। সেই হঠাৎ বেরিয়ে পড়ার স্মৃতি তাঁর খুব মধুর নয়। সেখানে গিয়ে প্রায় মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরেছিলেন অভিনেতা। ওই পাহাড়ে ঝড়বৃষ্টি থেকে শুটিং ইউনিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সব ধরনের অভিজ্ঞতা হয় তাঁদের।

২০২৩ সালটা একাই ছিলেন অভিনেতা, বলা যায় ‘সিঙ্গল’। সেই সময় লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি সিরিয়াল ‘ঝনক’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন রণজয়। কাশ্মীরে শুটিং চলছিল। শোনা যায় সেই সময় সহ-অভিনেত্রী পত্রালি চট্টোপাধ্যায়ের সঙ্গে শুটিংয়ের ফাঁকেই তিন-চার দিনের জন্য বেরিয়ে পড়েছিলেন ট্রেকিংয়ে। সেই হঠাৎ বেরিয়ে পড়ার স্মৃতি তাঁর খুব মধুর নয়। সেখানে গিয়ে প্রায় মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরেছিলেন অভিনেতা। ওই পাহাড়ে ঝড়বৃষ্টি থেকে শুটিং ইউনিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সব ধরনের অভিজ্ঞতা হয় তাঁদের।

১২ ১২
সোহিনীর সঙ্গে প্রেম ভাঙার পর পেরিয়ে গিয়েছে প্রায় বছর দুয়েক। সোহিনী বিয়ে করেছেন। আবার নতুনের আগমন ঘটেছে রণজয়ের জীবনেও, খবর এমনই। এই নতুন তাঁরই অভিনীত ‘গুড্ডি’ ধারাবাহিকের নায়িকা শ্যামৌপ্তি মুদলি। সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে লাদাখে একটি মিউজ়িক ভিডিয়োর শুটে গিয়েছিলেন রণজয়। এখনও পর্যন্ত শ্যামৌপ্তির সঙ্গে প্রেম প্রসঙ্গে সে ভাবে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।

সোহিনীর সঙ্গে প্রেম ভাঙার পর পেরিয়ে গিয়েছে প্রায় বছর দুয়েক। সোহিনী বিয়ে করেছেন। আবার নতুনের আগমন ঘটেছে রণজয়ের জীবনেও, খবর এমনই। এই নতুন তাঁরই অভিনীত ‘গুড্ডি’ ধারাবাহিকের নায়িকা শ্যামৌপ্তি মুদলি। সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে লাদাখে একটি মিউজ়িক ভিডিয়োর শুটে গিয়েছিলেন রণজয়। এখনও পর্যন্ত শ্যামৌপ্তির সঙ্গে প্রেম প্রসঙ্গে সে ভাবে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE