গ্ল্যামারের নামগন্ধ নেই চেহারায়। জানে না ফিল্মি আদবকায়দাও। ছেলেটাকে দেখে তাই নাক সিঁটকেছিলেন তিনি। ‘অপয়া’ বলে কটাক্ষও করেছিলেন। কিন্তু এই রোগা-লম্বা, ‘অদ্ভুত’ দেখতে ছেলেটাই এক দিন তাঁর রাজপাট কেড়ে নেবে, সেইসময় তা ঘূণাক্ষরেও টের পাননি রাজেশ খন্না। যখন টের পেলেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছে, যেখান থেকে ঘুরে দাঁড়ানো আর সম্ভব হয়নি তাঁর।
মায়ানগরীতে একটা সুযোগের অপেক্ষায় জুতোর শুখতলা খুইয়ে ফেলেন হাজার হাজার ছেলেমেয়ে। কিন্তু স্ট্রাগল বলতে কী বোঝায়, তা কোনও দিন টেরই পাননি রাজেশ খন্না। কলেজে পড়ার সময় থিয়েটার করতেন। সেই সূত্রে অল ইন্ডিয়া ট্যালেন্ট কনটেস্টে যোগ দেওয়ার সুযোগ পেয়ে যান। আর সেখান থেকেই বলিউডে পা রাখার পথ প্রশস্ত হয়ে যায় তাঁর।