আদালতের বক্তব্যের বিরুদ্ধে সরব অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা
‘তাণ্ডব’ ছবির নির্মাতাদের দাবি মানল না দেশের শীর্ষ আদালত। নির্মাতাদের তরফে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচের আবেদন করা হয়েছিল শীর্ষ আদালতের কাছে। কিন্তু সেই আবেদন নাকচ হল। আদালতের এই নির্দেশে ক্ষুব্ধ বলিউডের বিরাট অংশ। রিচা চাড্ডা, গওহর খানের মতো তারকা এই নির্দেশের সঙ্গে এক মত নন বলে জানিয়েছেন। এ বার আদালতের বক্তব্যের বিরুদ্ধে সরব অপর্ণা সেনের কন্যা অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা।
এরই মধ্যে শুনানির একটি বিশেষ অংশ আলোচনায় উঠে এসেছে। অভিনেতা মহম্মদ জিশান আয়ুবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁর আইনজীবী সিদ্ধার্থ আগরওয়ালের যুক্তি, চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করেন অভিনেতারা। চরিত্রের দায় তাঁদের উপর বর্তায় না। তাতে আদালতের যুক্তি, অভিনেতা যদি চিত্রনাট্য পড়ার পর চুক্তিতে সাক্ষর করে থাকেন, তবে তিনিও নির্মাতাদের মতোই দায়ী। ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারেন না কেউ।
আদালতের এই যুক্তি মানতে পারেননি কঙ্কনা। তিনি টুইট করলেন, ‘একটি সিরিজের সঙ্গে জড়িত প্রায় সমস্ত কলাকুশলীই চিত্রনাট্য পড়ে তার পর সাক্ষর করেন! তা হলে সবাইকে গ্রেফতার করে নেওয়া হোক’।
Almost all involved in the show have read the script and signed the contract! Let’s arrest the whole cast and crew? https://t.co/xbqbQ641D7
— Konkona Sensharma (@konkonas) January 28, 2021
বহু নেটাগরিকও মুখ খুলেছেন এই নির্দেশের বিরুদ্ধে। কেউ লিখেছেন, ‘তা হলে এর পর থেকে কোনও ছবিতে কেউ খুনের ভূমিকায় অভিনয় করলে আমরা ধরেই নেব যে অভিনেতা বাস্তব জীবনেও খুন করার চেষ্টা করেছেন’। এই বিশেষ পোস্টটি শেয়ার করেছেন ‘তাণ্ডব’-অভিনেত্রী গওহর খান।
— Gauahar Khan (@GAUAHAR_KHAN) January 27, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy