কলকাতা ভাসবে সুরের মুর্ছনায়, ভরতনাট্যম-ওড়িশির ছন্দে। তিন দিনের শাস্ত্রীয় সঙ্গীত-নৃত্যের উৎসবে অংশ নেবেন বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানের উদ্যোক্তা ভারতীয় বিদ্যা ভবন এবং পণ্ডিত শঙ্কর ঘোষ তবলা ফাউন্ডেশন। সহযোগিতায় বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
উৎসবের ঘোষণায় বিশিষ্ট শিল্পীরা
তিন দিন কলকাতা ভাসবে সুরের মুর্ছনায়। ভরে উঠবে ভরতনাট্যম-ওড়িশির ছন্দে। সৌজন্যে ‘নাদ’। শাস্ত্রীয় সঙ্গীত-নৃত্যের উৎসব।
আগামী ২৫ থেকে ২৭ মার্চ, জি ডি বিড়লা সভাগারে চলবে উৎসব। অংশ নেবেন বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানের উদ্যোক্তা ভারতীয় বিদ্যা ভবন এবং পণ্ডিত শঙ্কর ঘোষ তবলা ফাউন্ডেশন। সহযোগিতায় বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সম্প্রতি উৎসবের ঘোষণা উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তেজেন্দ্রনারায়ণ মজুমদার, তন্ময় বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিক্রম ঘোষ, অনুব্রত চট্টোপাধ্যায়, দেবাশিস ভট্টাচার্য, শর্মিলা বিশ্বাসের মতো খ্যাতনামীরা।
২৫ মার্চ উৎসবের সূচনার দিনে অনুষ্ঠান করবেন দেবাশিস ভট্টাচার্য, রাজেশ বৈদ্য, এস শেখর, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রাকেশ চৌরাশিয়া, অনুব্রত চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট শিল্পীরা। ২৬ মার্চের আকর্ষণ রমা বৈদ্যনাথনের ভরতনাট্যম এবং তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও তন্ময় বসুর সরোদ-তবলা যুগলবন্দি। শেষ দিনে থাকছে শর্মিলা বিশ্বাসের ওড়িশি নৃত্য। উৎসবের শেষ পাতে থাকছে ‘ড্রামস অফ ইন্ডিয়া’। পরিবেশনায় বিক্রম ঘোষ, ভি সুরেশ, ভরদ্বাজ সাত্রবল্লী, গোপাল বর্মণ প্রমুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy