Advertisement
E-Paper

Tollywood: একই দিনে মুক্তি পাচ্ছে ‘লক্ষ্মী ছেলে’, ‘কলকাতা চলন্তিকা’! প্রেক্ষাগৃহে শিবু-পাভেল দ্বৈরথ?

২৫ অগস্ট প্রেক্ষাগৃহে আসছে কৌশিকের ‘লক্ষ্মী ছেলে’ এবং পাভেলের ‘কলকাতা চলন্তিকা’।

একই দিনে প্রেক্ষাগৃহে আসছে  ‘লক্ষ্মী ছেলে’ এবং ‘কলকাতা চলন্তিকা’

একই দিনে প্রেক্ষাগৃহে আসছে ‘লক্ষ্মী ছেলে’ এবং ‘কলকাতা চলন্তিকা’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৭:০৫
Share
Save

শক্তি পরীক্ষায় নামছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর পাভেল? অগস্টে প্রেক্ষাগৃহে মুখোমুখি দুই পক্ষ। দুই ভিন্ন স্বাদের ছবি নিয়ে। এর আগে শিবু-নন্দিতার উইনডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেই পাভেল দর্শকদের উপহার দিয়েছিলেন ‘রসগোল্লা’। এ বার শহরের এই প্রথম সারির প্রযোজনা সংস্থার ‘ঘরের লোক’ কৌশিক গঙ্গোপাধ্যায়। তিন বছর অপেক্ষার পর ২৫ অগস্ট প্রেক্ষাগৃহে আসছে তাঁর ‘লক্ষ্মী ছেলে’। একই দিনে পাভেল আনছেন পোস্তা সেতু ভেঙে পড়ার গল্প। তাঁর নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’।

প্রযোজক শিবপ্রসাদ আনন্দবাজার অনলাইনের কাছে প্রথম জানলেন একই দিনে দুটো বাংলা ছবির মুক্তির খবর। ‘লক্ষ্মী ছেলে’র দর্শকের ভাঁড়ারে টান পড়বে? প্রশ্ন শুনে তাঁর প্রতিক্রিয়া, ‘‘একই দিনে ‘লাইগার’ও মুক্তি পাচ্ছে। জানি না, দর্শক ভাগ হবেন কিনা। কারণ, ‘বেলাশুরু’ মুক্তির আগে-পরে এবং একসঙ্গে একাধিক ছবি মুক্তি পেয়েছে। ‘বেলাশুরু’ নিজের গতিতেই চলেছে। তবে আমি ব্যক্তিগত ভাবে চাইব, তিনটি ছবিই দর্শক দেখুন।’’

ছবির মুক্তি উপলক্ষে মঙ্গলবার সিঁদুর খেলেছে টিম ‘কলকাতা চলন্তিকা’।

ছবির মুক্তি উপলক্ষে মঙ্গলবার সিঁদুর খেলেছে টিম ‘কলকাতা চলন্তিকা’।

ছবির মুক্তি উপলক্ষে মঙ্গলবার সিঁদুর খেলেছে টিম ‘কলকাতা চলন্তিকা’। বাইপাসের চওড়া রাস্তা জনস্রোতে ডুবে। সেখানেই ধুনুচি নাচ, সিঁদুর খেলা দিয়ে অকালবোধনে মেতেছিলেন সকলে। এর আগে তিন জনে একসঙ্গে কাজ করেছেন। এক দিনে ছবি-মুক্তির এই টক্কর তো এড়ানোই যেত? প্রশ্ন ছিল ছবির পরিচালক পাভেলের কাছে। তাঁর যুক্তি, ‘‘অতিমারিতে সবার ছবিই আটকে ছিল। এ বার ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। ফলে, এক দিনে একাধিক ছবি মুক্তি কোনও অবাক করা ঘটনা নয়। লড়াই বা টক্করও নয়।’’ শিবুর মতোই পাভেলও চাইছেন, প্রেক্ষাগৃহে দর্শক আসুন। সব ধরনের ছবি দেখুন, উপভোগ করুন। এতে আখেরে লাভ বিনোদন দুনিয়ার।

Tollywood upcomig movies kaushik gangopadhyay Pavel sibaprasad mukherjee

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}