Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Vicky Kaushal

ভিকি কৌশলের এই হাতঘড়ির দাম শুনলে আঁতকে উঠবেন!

এমনিতে ভিকিকে নিয়ে টিনেজারদের মধ্যে কৌতূহলের শেষ নেই। তার মধ্যে যদি ভিকির হাত ঘড়ির দাম একটি এসইউভি গাড়ির সমান হয়, তা হলে তা নিয়ে আগ্রহ আরও কয়েকগুণ হতে বাধ্য।

ভিকি কৌশল। ইনসেটে ভিকির ঘড়ি। ছবি-ইনস্টাগ্রাম।

ভিকি কৌশল। ইনসেটে ভিকির ঘড়ি। ছবি-ইনস্টাগ্রাম।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ১৩:৫৪
Share: Save:

সেলেবদের শখের কোনও শেষ নেই। ডিজাইনার লেহেঙ্গা, ডেসটিনেশন ওয়েডিং...একের পর এক লেগেই আছে। এই কিছু দিন আগেও নীতা অম্বানীর ২ কোটি ৬ লাখের ব্যাগের কথা শুনে চোখ কপালে উঠেছিল অনেকের। একটা হ্যান্ড ব্যাগের দাম এত! বিশ্বাসই হচ্ছিল না নেটিজেনদের। দাম হবে নাই বা কেন বলুন তো? সেই ব্যাগ কুমিরের চামড়া দিয়ে তৈরি। শুধু কুমিরের চামড়া দিয়েই নয়, ১৮ ক্যারাটের সোনার পাশাপাশি ওই ব্যাগে বসানো ছিল ২৪০টি হিরে। এ বার ভিকি কৌশলের ঘড়ির দাম শুনে উত্তাল সোশ্যাল মিডিয়া।

এমনিতে ভিকিকে নিয়ে টিনেজারদের মধ্যে কৌতূহলের শেষ নেই। তার মধ্যে যদি ভিকির হাত ঘড়ির দাম একটি এসইউভি গাড়ির সমান হয়, তা হলে তা নিয়ে আগ্রহ আরও কয়েকগুণ হতে বাধ্য।

কত বলুন তো ভিকির ওই একটি মাত্র হাতঘড়ির দাম? এক লাখ অথবা দু’লাখ নয়। পাক্কা ২২ লক্ষ ৮০ হাজার টাকা। তবেই ভাবুন! এই টাকায় একটা নামী কোম্পানির বড় চার চাকা চলে আসার কথা!

আরও পড়ুন-‘সেক্স রিহ্যাবে যান’, #মিটু বিতর্কে আবারও অনু মালিককে এক হাত দিলেন সোনা

সম্প্রতি ইনস্টাগ্রামে ভিকির ওই ঘড়ি পরা লুক প্রকাশ পেয়েছে। কালো ব্লেজার, জিপড সোয়েটশার্ট আর হাতে ঘড়ি...সব মিলিয়ে পিকচার পারফেক্ট। ঘড়িটি ‘বুলগারি’ কোম্পানির। তাতে আবার ১৮ ক্যারাট গোল্ড কেসও রয়েছে।

ঘড়ি পরা ভিকি

"I would want to work with amazing directors so that I can grow as an actor. I would want to do work that I have not done before. I wouldn't want to repeat myself." - Vicky Kaushal (@vickykaushal09) ✨ Read the full #CoverStory by Mayukh Majumdar (@themayukhsutra) on bit.ly/MW-Vicky (link in bio) ✨ Vicky Kaushal is wearing: Blazer, zipped sweatshirt and chinos by Hackett London (@hackettlondon) On the wrist: Octo Finissimo Skeleton Watch in 18 Kt Sandblasted Rose Gold Case, Skeletonized Dial and Black Alligator Bracelet from BVLGARI (@bulgariofficial) ✨ Photographed: Abhay Singh Art Direction: Tanvi Shah (@tanvi_joel) Fashion Editor: Neelangana Vasudeva (@neelangana) Hair: Team Hakim's Aalim (@aalimhakim) Make-up: Anil Sable PR Agency: Hype PR (@hypenq_pr) . . . #MWI #MWIndia #MWCoverStar #MWCover #VickyKaushal #VickyKaushalFans #Bollywood #BollywoodActors #MWBolllywood #WeddingPlanner #WeddingIssue #HackettLondon #Bulgari #MansWorld #MansWorldIndia

A post shared by Man's World India Magazine (@mansworldindia) on

মুম্বইয়ের ঘিঞ্জি জায়গা চাওল-এ বেড়ে ওঠা ভিকি কৌশলের। বাবা হিন্দি সিনেমার স্টান্টম্যান। পরে সুযোগ পেয়েছেন অ্যাকশন-দৃশ্য পরিচালনা করারও। মা ঘর সামলান। ভিকি ও তার ভাইয়ের বেড়ে ওঠা স্কুল, সিনেমা দেখা আর পাড়ার ক্রিকেটকে সঙ্গে নিয়েই। ভিকির ছোট থেকেই ইচ্ছা ছিল অভিনেতা হবেন। মানব কউলের ‘লাল পেন্সিল’ দিয়ে শুরু করে ‘মাসান’, ‘রাজি’, ‘উরি’...ঝুলিতে একের পর এক হিট, এসেছে জাতীয় পুরস্কারও। অপরিসর গলিতে বড় হয়ে ওঠা ছেলেটির কাছে ২২ লাখের ঘড়ি কেনা আজ ‘খুব বড় ব্যাপার’ নয়।

আরও পড়ুন-একটা সুযোগ দিয়ে দেখুন, ভাল লাগলে হাততালি দেবেন, না হলে গালাগালি: টোটা

অন্য বিষয়গুলি:

Vicky Kaushal Bollywood Celeb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy