Know the love story of Disha Patani and Tiger Shroff dgtl
Entertainment news
প্রেম, ব্রেকআপ, ফের প্রেম... টাইগার-দিশার হট অ্যান্ড হ্যাপেনিং জুটির সম্পর্ক যেন রোলার কোস্টার রাইড!
তাঁদের সম্পর্ক ঠিক যেন রোলার কোস্টার. কখনও প্রেম, কখনও ব্রেক আপ এবং ফের প্রেম!
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ১৪:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
ভালবাসার সম্পর্ক কখনও লুকিয়ে রাখা যায় না। কিন্তু বলি তারকারা সেটা মানতেই পারেন না। তাই বোধ হয় বার বারই নিজেদের সম্পর্ক লুকিয়ে থাকেন। বেশির ভাগই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন না।
০২১৬
দিশা পটানি আর টাইগার শ্রফের সম্পর্কটাও ঠিক এমনই। ফ্যানেরা নিশ্চিত ছিলেন তাঁদের সম্পর্ক নিয়ে। কিন্তু কখনও তাঁরা একে অপরের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেননি। তাঁদের সম্পর্ক ঠিক যেন রোলার কোস্টার. কখনও প্রেম, কখনও ব্রেক আপ এবং ফের প্রেম!
০৩১৬
দিশা পটানির সঙ্গে টাইগার শ্রফ মাত্র একটা ফিল্মেই অভিনয় করেছেন। ২০১৮ সালের ‘বাগি ২’-তে। তার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়।
০৪১৬
পার্টি হোক বা কোনও রেস্তোরাঁ, দু’জনকে সব সময়ই একসঙ্গে দেখা যেতে শুরু করে। দিশা পটানি এখনও পর্যন্ত মাত্র চারটি বলিউড ফিল্মে অভিনয় করেছেন।
০৫১৬
এর মধ্যে দুটো ফিল্ম বক্স অফিসে ভাল ফল করে এবং দিশাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। তবে তাঁর সর্বশেষ রিলিজ, ‘মালাঙ্গ’ বক্স অফিসে সাফল্য পায়নি। তবে দিশার ভক্ত সংখ্যা অনেক।
০৬১৬
অন্য দিকে টাইগার শ্রফ বলিউড নায়কদের তালিকায় এখন উপরের দিকেই রয়েছেন। তাঁর মেকওভার থেকে শুরু করে অভিনয় স্কিল, যত দিন যাচ্ছে ততই যেন আরও ভাল হচ্ছে। এত দিনে টাইগারও নিজের ফ্যান বেস তৈরি করে ফেলেছেন।
০৭১৬
২০১৮ সালে যখন ‘বাগি ২’ ফিল্ম আসে, টাইগার আর দিশার জুটি খুব পছন্দ করেছিলেন ভক্তেরা।
০৮১৬
শোনা যায়, তাঁরা দু’জনে নাকি দু’জনের প্রেমে এতটাই মশগুল হয়েছিলেন যে, সব সময়ই একে অপরের প্রশংসা করতেন।
০৯১৬
এক বার এক সাক্ষাত্কারে টাইগারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হলে দিশা বলেছিলেন, টাইগার খুব ভাল মনের মানুষ, খুবই লাজুক প্রকৃতির। তিনি টাইগারের মন পাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
১০১৬
অন্য দিকে টাইগার শ্রফকে এক বার এক ভক্ত একই প্রশ্ন করায় উত্তরে তিনি জানান, দিশা খুবই ভাল মেয়ে এবং দিশা তাঁর যোগ্যতার বাইরে।
১১১৬
মুখে দু’জনে যাই বলুন না কেন, তার পর কিন্তু দু’জনে একসঙ্গে ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধু তাঁদের ব্রেক আপ-এর খবর দেন।
১২১৬
ঘনিষ্ঠ ওই বন্ধু জানান, দিশা এবং টাইগার দু’জনেই খুব চেষ্টা করেছিলেন। কিন্তু ইচ্ছা থাকলেও অনেক সম্পর্ক গড়ে তোলা যায় না। ওঁরা দু’জন খুব সুন্দর ভাবে নিজেদের ব্রেক আপ মানিয়ে নিয়েছেন। ব্রেক আপ হলেও দু’জনে আগের মতো ভাল বন্ধু হয়ে থেকে গিয়েছেন।
১৩১৬
বিচ্ছেদের কারণ নিয়ে কোনও কথা না বললেও, সম্পর্কের মাঝে দু’জনের কেরিয়ার এসে পড়েছিল বলেই গুঞ্জন। টাইগার দ্রুত সাফল্য পেয়ে গিয়েছেন। কিন্তু দিশা এখনও তাঁর কেরিয়ার ঠিক ভাবে শুরুই করতে পারেননি।
১৪১৬
তবে লকডাউনে ফের অন্য এক খবর সামনে আসে। মুম্বই মিররের এক প্রতিবেদনে জানা যায়, লকডাউনে নাকি টাইগার শ্রফের সঙ্গেই থাকছেন দিশা।
১৫১৬
টাইগারের বোন কৃষ্ণার সঙ্গে দিশার সম্পর্ক বরাবরই ভাল। সম্প্রতি কৃষ্ণা ইনস্টাগ্রামে নিজের একটা ছবি শেয়ার করে লিখেছেন, ‘মেকআপ বাই @দিশাপাটানি’।
১৬১৬
আবার গত ৩০ মার্চ ইনস্টাগ্রামে টাইগারের সঙ্গে ‘বাগি ২’-র একটা দৃশ্য শেয়ার করেন দিশা। এ সব থেকেই বলিউডে ফের তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।