‘জুন আন্টি’ ও ‘কাব্য গাঁধী’
এ-পাড়ার জুন আন্টির জনপ্রিয়তায় চাপা পড়ে যাচ্ছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। একেই বলে সাফল্য! কিন্তু ‘শ্রীময়ী’ সিরিয়ালের অনুরাগীরা কি একটুও কৌতুহলী নন ‘অনুপমা’ কে নিয়ে? এ-পাড়ায় যদি শ্রীময়ীর রাজ চলে, ও-পাড়ায় তেমনই অনুপমার। মুম্বইয়ের টেলিভিশনে বেশ নজরকাড়া টিআরপি দিচ্ছে ‘শ্রীময়ী’ র হিন্দি ভার্সন ‘অনুপমা’-এর।
এ বারে অনুপমার পরিবারে একটু চোখ রাখা যাক। ওমা! ‘জুন আন্টি’ থুড়ি ‘কাব্য গাঁধী’ তো বাংলারই বৌমা! স্বয়ং মিঠুন চক্রবর্তীর ছেলের স্ত্রী তিনি। মিমো চক্রবর্তীর সঙ্গে মদালসা শর্মার বিয়ে হয়েছে দু’বছর আগে।
ছোটবেলা থেকেই তাঁর ঝোঁক ছিল অভিনয়ের দিকে। বাবা সুভাষ শর্মা একজন প্রযোজক ও পরিচালক। মা শীলা শর্মাও অভিনয় জগতের মানুষ। কিশোর নমিত কপূর স্কুল অব অ্যাক্টিং-এ অভিনয় শিখেছেন মদালসা। কোরিয়োগ্রাফার গণেশ আচার্যর কাছে নাচও শিখেছিলেন তিনি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, পঞ্জাবি ও জার্মান ভাষায় ছবি করেছেন তিনি। কিন্তু ‘অনুপমা’ সিরিয়ালে অভিনয় করার পর থেকেই মুম্বইয়ের টেলি-পাড়ায় তাঁর পরিচিতি বাড়তে থাকে। বাংলায় যেমন জুন আন্টি, মুম্বই নগরীতে তেমনই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন কাব্য গাঁধী। অনুপমা ও বনরাজের দাম্পত্যে আগুন ধরানোর কাজটি বেশ মন দিয়েই করছেন জনপ্রিয় খলনায়িকা।
মিমো চক্রবর্তীর সঙ্গে মদালসা শর্মা (বাঁদিকে), মিঠুন চক্রবর্তীর সঙ্গে মদালসা শর্মা (ডানদিকে)
আরও পড়ুন: জ্যাকসনকে অনুকরণ করতে গিয়ে ব্যর্থ হন বিগ বি
আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গদাধর-সারদামণি, রাসমণি ধারাবাহিকেও বিয়ের রেশ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy