ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান লোকেশ রাহুল। মাঠের ভিতর পারফরম্যান্স ছাড়াও প্রায়শই তিনি উঠে আসেন খবরের শিরোনামে। তবে সেটা সম্পর্কের গুঞ্জন নিয়ে। নিধি আগরওয়াল থেকে সোনম বাজওয়া। সাম্প্রতিক অতীতে এ রকম অনেক সুন্দরীর সঙ্গেই লোকেশের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে ছিল। এ বার সেই তালিকায় এল বলিউড নায়িকা আলিয়া ভট্টের ‘বেস্টি’র ( প্রিয় বন্ধু) নাম। কিন্তু সেই সম্পর্ক নিয়ে কী বললেন এই ভারতীয় ক্রিকেটার?
আলিয়া ভট্টের প্রিয় বান্ধবী ও বলিউডে পা রাখতে চলা আকাঙ্ক্ষা রঞ্জনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তিনি পড়েননি বলে দাবি করেছেন লোকেশ রাহুল। একটি সংবাদমাধ্যম এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেছেন, ‘‘আমি খবর কাগজ পড়ি না। তাই এ ব্যাপারে কী লেখা হয়েছে, তা আমার জানা নেই। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে আমি জানি। তাই এটাকে আলোচনার বিষয়বস্তু বানাতে চাই না।’’ এর পরই তিনি বলেছেন, ‘‘আমি এখন শুধুমাত্র ক্রিকেটের প্রতিই প্রতিজ্ঞাবদ্ধ।’’
এর পরই লোকেশের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সিঙ্গল না কি? সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময়ও নিজের স্কিলের ঝলক দেখিয়েছেন রাহুল। বলেছেন, ‘‘আমি সত্যিই জানি না। যখন আমি এটা বুঝে যাব, তখন আপনাকে ফোন করে জানিয়ে দেব।’’
আগামী ২২ অগাস্ট থেকে অ্যান্টিগায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। সেই ম্যাচের প্রস্তুতিতেই বর্তমানে ব্যস্ত আছেন রাহুল।
Another year, another picture.. My love.. my sister! Happy 25th you 🙌🌻
আরও পড়ুন: এই বলিউড নায়িকার সঙ্গে ডেট করছেন লোকেশ রাহুল?
আরও পড়ুন: ঘর ছাড়েন, ছিলেন সেনাবাহিনীতেও, নানা ওঠাপড়া খৈয়ামের জীবনে