সলমনের এই অবতার কি সেই ছবির নায়ক যশের ইচ্ছাকৃত অনুকরণ?
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে মাতামাতির মাঝে চিন্তা বাড়াচ্ছে সলমন খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। এ ছবি কি সলমনের কেরিয়ারের খরা কাটাতে পারবে? সে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এক দল ফিল্ম-রসিক।
কারণটিও স্পষ্ট। ইদানীং বয়কটের ধুমে বেশির ভাগ ছবিই ব্যবসা করতে পারছে না। ২০১৬ সালে ‘সুলতান’-এর পর ভাইজানের আর কোনও ছবি বাণিজ্যসফল হয়নি। ‘টাইগার জিন্দা হ্যায়’ এক মাত্র ব্যতিক্রম। এ দিকে ভক্তরা চাইছেন বড়সড় প্রত্যাবর্তন হোক সলমনের। কিন্তু সে সম্ভাবনা কতখানি?
কিছু দিন আগেই সলমন প্রযোজিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ঝলক প্রকাশ্যে এসেছে। ছবিটির শ্যুটিং শেষ হয়েছে সদ্য। লাদাখ থেকে ছবি পোস্ট করেছিলেন সলমন। তাঁর ৩৪ বছরের অভিনয় জীবনে বিশেষ অবদান রাখবে ‘কিসি কা ভাই কিসি কি জান’, এমনই জানিয়েছিলেন। পোস্টার এবং লোগো প্রকাশিত হল একই দিনে। ফারহাদ সমজি পরিচালিত ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল এবং ভেঙ্কটেশ।
যদিও দীর্ঘকেশী সলমনের নতুন লুক মনে করিয়ে দিচ্ছে দক্ষিণের বিগ বাজেট ছবি ‘কেজিএফ’-এর কথা। সলমনের এই অবতার কি সেই ছবির নায়ক যশের ইচ্ছাকৃত অনুকরণ? নাকি দক্ষিণের অনুপ্রেরণায় কাজ করে সুরক্ষিত থাকতে চাইলেন নির্মাতারা? তা বোঝা সময়ের অপেক্ষা।
‘কেজিএফ’-এর সঙ্গে এই ছবির আরও এক মিল রয়েছে সঙ্গীতের ক্ষেত্রে। এখানেও সুরকার রবি বসরুর। ঝলকে যে আবহসঙ্গীত শোনা গিয়েছে, তা ছবিকে নাটকীয় মাত্রা দিয়েছে। কাহিনি এবং চিত্রনাট্য-সহ অন্য সব কিছু যদি সঠিক পথে চলে তবে রবি এ ছবি দাঁড় করিয়ে দিতে পারেন বলে মনে করছেন একাংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy