Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Bollywood Gossip

বছর শেষে বড় পর্দায় ফিরছেন ক্যাটরিনা, শুভেচ্ছার বদলে কর্ণের গলায় কটাক্ষের সুর! কারণ কী?

শ্রীরাম রাঘবনের সঙ্গে জুটি বেঁধে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে কাজ করেছেন ক্যাটরিনা কইফ। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছবির। ছবিতে ক্যাটের বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি।

Katrina Kaif and Karan Johar.

(বাঁ দিকে) ক্যাটরিনা কইফ। কর্ণ জোহর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৮:০৪
Share: Save:

সদ্য ৪০-এ পা দিয়েছেন অভিনেত্রী। মায়ানগরীর কোলাহল থেকে দূর সমুদ্রসৈকতে জন্মদিন উদ্‌যাপন করেছেন তাঁর স্বামী বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। পরের দিনই সমাজমাধ্যমে আরও একটি খুশির খবর দিলেন ক্যাটরিনা কইফ। অবশেষে মুক্তি পেতে চলেছে শ্রীরাম রাঘবন পরিচালিত ছবি ‘মেরি ক্রিসমাস’। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ক্যাটরিনা এবং দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। আগামী ১৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মেরি ক্রিসমাস’। সোমবার সমাজমাধ্যমের পাতায় এই খবর জানান ক্যাটরিনা স্বয়ং। তার পরেই বিপত্তি। অভিনেত্রীর ছবির মুক্তির তারিখ ঘোষণার পরেই সমাজমাধ্যমে ইঙ্গিতবাহী পোস্ট কর্ণ জোহরের। কারও নাম উল্লেখ না করলেও সেই পোস্ট যে ক্যাট ও ‘মেরি ক্রিসমাস’-এর টিমকে উদ্দেশ্য করেই করা, তা বুঝতে অসুবিধা হয়নি কৌতূহলী অনুরাগীদের। তবে কি চিড় ধরল ক্যাটরিনা ও কর্ণের বন্ধুত্বে?

সোমবার সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে কর্ণ লেখেন, ‘‘এক বারও আগে থেকে না জানিয়ে একই দিনে দু’টি ছবির মুক্তির সিদ্ধান্ত ছবি নির্মাতা ও ছবির প্রযোজকদের জন্য কতটা লাভজনক, জানি না।’’ এরই সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির পরিচালক লেখেন, ‘‘এমনিতেই বক্স অফিসে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবির ব্যবসার এখন এই অবস্থা। এর মধ্যেও একসঙ্গে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা না করলে মুশকিল।’’

কিন্তু কর্ণের এই পোস্টের সঙ্গে ক্যাটরিনা কী ভাবে জড়িয়ে গেলেন? আসলে আগামী ১৫ ডিসেম্বর বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র অভিনীত ছবি ‘যোদ্ধা’-র মুক্তি পাওয়ার কথা। কর্ণের ‘ধর্ম প্রোডাকশন্‌স’ প্রযোজিত এই ছবি প্রাথমিক ভাবে মুক্তি পাওয়ার কথা ছিল ৭ জুলাই। সেই তারিখ পিছিয়েছিল ১৫ সেপ্টেম্বরে। সব শেষে ছবির নির্মাতারা সিদ্ধান্ত নেন, ১৫ ডিসেম্বরে মুক্তি পাবে ছবি। হিসাবটা সহজ। কারণ সে ক্ষেত্রে বক্স অফিসে টক্করে নামবে ‘মেরি ক্রিসমাস’ এবং ‘যোদ্ধা’। একই দিনে দু’টি ছবি মুক্তি পেলে তাদের বক্স অফিস ব্যবসায় তার প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। তাতে লাভের অঙ্ক কমে নির্মাতাদের। অনেকেই মনে করছেন সে কথা স্মরণ করেই কর্ণের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট।

হিন্দি ও তামিল— দু’টি ভাষায় মুক্তি পেতে চলেছে ‘মেরি ক্রিসমাস’। সম্প্রতি এই বিষয়ে এক সাক্ষাৎকারে শ্রীরাম বলেন, ‘‘এটা একটা ছবির দু’টি ভাষায় সংস্করণ নয়। হিন্দি ও তামিল ছবি দু’টি স্বতন্ত্র ছবি। মূল গল্পটা এক, তবে বেশ কিছু জায়াগায় পরিবর্তন আছে। ক্যাটরিনা আর বিজয় দু’টি ছবিতেই আছেন। তবে অন্যান্য চরিত্রে অভিনেতা বদলেছে। এর মূল কারণ হল, আমি চাইনি ‘মেরি ক্রিসমাস’ আগাগোড়া একটি তর্জমাসর্বস্ব ছবি হয়ে রয়ে যাক।’’

অন্য বিষয়গুলি:

Katrina Kaif Karan Johar Merry Christmas Hindi Tamil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy