দিন কয়েক আগে ডুয়ার্সে লিস নদীর ধারে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে শুটিং করেন কার্তিক আরিয়ান। অনুরাগ বসু পরিচালিত আসন্ন ছবিতে নায়কের ভূমিকায় রয়েছেন কার্তিক। তাঁর ছবির সঙ্গে বঙ্গের যোগ ঘটেছে বার বার। মাস কয়েক আগেই ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিং করতে কলকাতায় আসেন অভিনেতা। এ বার উত্তরবঙ্গ থেকে সোজা সিকিমে পৌঁছোলেন কার্তিক। নায়ক হিসাবে তাঁর জনপ্রিয়তা যে খ্যাতির শিখর ছুঁয়েছে তা বোঝাই গিয়েছে যখন অভিনেতা পৌঁছোলেন গ্যাংটকে।
আরও পড়ুন:
শুটিংয়ের বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে। কখনও চা বাগানে নায়িকা শ্রীলীলার সঙ্গে চা পর্বে মগ্ন তিনি, আবার কখনও দর্শকের সম্মুখে মঞ্চে গিটার বাজিয়ে গান গাইছেন। আবার বেশ কিছু ভিডিয়োয় দেখা গিয়েছে, কার্তিকের গাড়ির চারপাশে জড়ো হয়েছেন শত শত অনুরাগী। কার্তিকের যাওয়ার রাস্তা নেই। প্রায় সকলেই হাত মেলাতে চান, ছবি তুলতে চান। নিরাপত্তারক্ষীরাও সরাতে পারছেন না অনুরাগীদের। এমন পরিস্থিতিতেও অনুরাগীদের হতাশ করেননি কার্তিক। উষ্ণ অভ্যর্থনা জানান সকলকে, যাঁরা তাঁর সঙ্গে ছবি তুলতে আগ্রহী তাঁদের উদ্দেশে হাত নাড়েন। তড়িঘড়ি নয়, ধীরে ধীরে ভিড় কাটিয়ে ওঠেন গাড়িতে।
হঠাৎ এমন ভিড় জমে যাওয়ায় শুরু হয় বিশৃঙ্খলা। সবুজ জ্যাকেট পরা কার্তিক শান্ত ছিলেন এবং ধৈর্য ধরে কয়েক মিনিট অপেক্ষা করেছিলেন। কিছু অনুরাগীদের সঙ্গে নিজস্বীও তোলেন। এর মাঝেই এক মহিলা অনুরাগী চিৎকার করে বলেন, ‘‘আমি তোমাকে ভালোবাসি’’। তবে ভালবাসার এমন নিবেদন কার্তিকের কান পর্যন্ত পৌঁছেছে কি না সন্দেহ।