Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Diwali Release 2024

এক ছবিতে চার ‘পাখি’ মারলেন কার্তিক? বাণিজ্যে ‘ভুলভুলাইয়া ৩’ কোন কোন ছবির রেকর্ড ভাঙল?

কার্তিক মাস কার্তিক আরিয়ানের পক্ষেই গেল! ‘ভুলভুলাইয়া ৩’ তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে তো দিলই। ভাঙছে একের পর এক ছবির রেকর্ডও।

একের পর এক রেকর্ড ভাঙছেন কার্তিক আরিয়ান।

একের পর এক রেকর্ড ভাঙছেন কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ২০:০৮
Share: Save:

ভূতেদের ভবিষ্যৎ কিন্তু ভীষণ উজ্জ্বল! মাধুরী দীক্ষিত-কার্তিক আরিয়ান-বিদ্যা বালন অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’ অন্তত তেমনই বলছে। পয়লা নভেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি। দেশীয় বক্সঅফিস কালেকশন বলছে, প্রথম দিনেই ৩৫ কোটির উপরে ব্যবসা করে ‘মঞ্জুলিকা’র ভূত! রবিবার ছবিটি প্রেক্ষাগৃহে পূরণ করল ১৭ তম দিন। এ দিন ‘রুহ্ বাবা’ সারা বিশ্বে আয় করে ফেলেছেন ৩৬৭.৯৫ কোটি টাকা! এবং একই সঙ্গে চারটি ছবির বক্সঅফিস রেকর্ড ভেঙে দিয়েছেন। তালিকায় ‘গোলমাল আগেন’, ‘সূর্যবংশী’, ‘বাজিরাও মস্তানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’!

বাকি পাঁচটি ছবির বাণিজ্য কত? এই প্রসঙ্গে সেই তালিকাও প্রকাশ্যে এসেছে। সেই হিসাব অনুযায়ী ছবিগুলির যথাক্রমিক আয়, ২০৫.৬৯ কোটি (গোলমাল আগেন), ১৯৬ কোটি (সূর্যবংশী), ১৮৪.২০ কোটি (বাজিরাও মস্তানি), ১৮৮. ৫৭ কোটি (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)। ৩৬৮.৩২ কোটি আয় করেছিল শাহিদ কপূর-কিয়ারা আডবানী অভিনীত ‘কবীর সিং’। খবর, সেই ছবিরও রেকর্ড ছুঁতে চলেছেন কার্তিক।

একই সঙ্গে প্রকাশ্যে এসেছে ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রথম ১০ দিনের আয়ের তালিকাও। প্রথম দিনে ৩৬.৬০ কোটি, দ্বিতীয় দিনে ৩৮.৪০ কোটি, তৃতীয় দিনে ৩৫.২০ কোটি, চতুর্থ দিনে ১৫ কোটি, পঞ্চম দিনে ১৫.৯১ কোটি, ষষ্ঠ দিনে ১২.৭৪ কোটি, সপ্তম দিনে ১২.২১ কোটি টাকা আয় ছবির। এই হিসেব বলছে, প্রথম সপ্তাহে বাণিজ্য ১৬৮. ৮৬ কোটি টাকা। অষ্টম দিনে ছবিটি বাণিজ্য করেছে ১২.৪০ কোটি, নবম দিনে ১৭.৪০ কোটি।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ ভাবেই জনপ্রিয়তার নতুন নজির গড়ছেন কার্তিক। সারা বিশ্বে এখনও ছবিটি দুরন্ত ব্যবসা করছে। বলিউড বলছে, ছবির বাণিজ্যিক গতি এ ভাবে অপ্রতিরোধ্য থাকলে ফ্র্যাঞ্চাইজ়িতে আরও একটি ছবি যোগ করার কথা ভাবতেও পারেন পরিচালক আনিজ় বাজ়মি।

অন্য বিষয়গুলি:

Bhool Bhulaiyaa 3 Kartik Aaryan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy