শাহরুখের জন্য যে কাজটি করলেন কার্তিক। ছবি: সংগৃহীত।
করোনা অতিমারির পরবর্তী সময়ে যাঁর ছবি কড়া টক্কর দিয়েছিল দক্ষিণী ছবিগুলিকে, তিনি কার্তিক আরিয়ান। পর পর বেশ কয়েকটা হিট তাঁকে হিন্দি ছবির ‘স্টার’-এর তকমা দিয়েছে। দিন দিন জনপ্রিয়তা বাড়ছে অভিনেতার। এই মুহূর্তে হিন্দি সিনে জগৎ পাঠানময়। তাঁর মধ্যেই ‘পাঠান’-কে সরিয়ে কার্তিকের ছবি ‘শেহজ়াদা’-র ট্রেলার ইউটিউবে ট্রেন্ডিং-এ ছিল শীর্ষে। এমনিতেই শাহরুখ খানের প্রতি কার্তিকের অনুরাগের কথা কারও অজানা নয়। এ বার শাহরুখের প্রতি সম্মান জানিয়ে কোন কাজটি করলেন পর্দার ‘শেহজ়াদা’? পঞ্চম দিনে দেশে ও দেশের বাইরে, সবর্ত্র ‘পাঠান’ ঝড় অব্যাহত। ৫০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে বিশ্ব জুড়ে। ১০০টি দেশে ৮ হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। তার মধ্যে ভারতেই ৫ হাজারের বেশি প্রেক্ষাগৃহ রয়েছে। এ ছাড়াও বিদেশের মাটিতে যে বিপুল ব্যবসা করেছে এই ছবি, তা এক কথায় হিন্দি সিনেমায় প্রথম। ‘পাঠান’ ব্যবসায় যাতে কোনও রকম কোপ না পড়ে সে কথা ভেবেই নিজের ছবির মুক্তি পিছিয়ে দিলেন কার্তিক।
১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এই ‘শেহাজ়াদা’র। এ বার তারিখ বদলে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ‘পাঠান’-এর বাজারের কথা ভেবে এ কাজ করলেন, না কি নিজের ছবির ব্যবসা ঠিকমতো হবে না বলে ভয়ে পিছিয়ে দিলেন মুক্তির তারিখ, তা ভেবে দেখার বিষয় বইকি। ‘পাঠান’-এর সঙ্গে মুক্তি পেয়েছিল ‘গান্ধী ভার্সেস গডসে’। সমীক্ষা বলছে, এক সপ্তাহে এ ছবির ঝুলি প্রায় শূন্য। দর্শক না থাকায় বেশির ভাগ প্রেক্ষাগৃহ থেকেই তুলে নেওয়া হবে ছবিটি। একই পরিস্থিতিতে হয়তো পড়তে চান না কার্তিক।
রোহিত ধওয়ান পরিচালিত এই ছবির হাত ধরেই এ বারে কেরিয়ারের নতুন মোড়ে উপস্থিত কার্তিক। এই ছবির মাধ্যমেই প্রযোজক হিসাবে মায়ানগরীতে অভিষেক ঘটছে তাঁর। সুপারহিট তেলুগু ছবি ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ ছবিটির হিন্দি রিমেক ‘শেহ়জ়াদা’। মূল ছবিতে অভিনয় করেছিলেন অল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। হিন্দি রিমেকে কার্তিক ছাড়াও রয়েছেন কৃতি শ্যানন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy