Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Kartik Aaryan

কৃতির প্রেমে গদগদ কার্তিক, ‘শেহজ়াদা’র নতুন গান কি আগ্রহ তৈরি করল?

কৃতিতে বিভোর কার্তিক সাগরপারে পাথরের উপর শুয়ে পড়েছেন। তাঁকে সেই অবস্থাতেই টেনে নিয়ে যাচ্ছেন কয়েক জন যুবক। সামনে দাঁড়িয়ে কৃতি।

মুক্তি পেল ‘শেহজ়াদা’র প্রথম গান।

মুক্তি পেল ‘শেহজ়াদা’র প্রথম গান। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ২০:৩৬
Share: Save:

সোমবার মুক্তি পেল ‘শেহজ়াদা’র প্রথম গান, ‘মুন্ডা সোনা হুঁ ম্যায়’। নতুন গানের ভিডিয়ো জুড়ে কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যাননের রোম্যান্স-দৃশ্য। সমুদ্রের পারে একে অপরে মগ্ন নায়ক-নায়িকা। সে রকমই এক মুহূর্ত নিয়ে উন্মাদনার পারদ চড়ালেন অনুরাগীরা।

দেখা যায়, কৃতিতে বিভোর কার্তিক সাগরপারে পাথরের উপর শুয়ে পড়েছেন। তাঁকে সেই অবস্থাতেই টেনে নিয়ে যাচ্ছেন কয়েক জন যুবক। সামনে দাঁড়িয়ে কৃতি। রঙিন পোশাক দু’জনের পরনেই। দিলজিৎ দোসাঞ্জ আর নিকিতা গান্ধীর কন্ঠে আলাদা মাধুর্য পেয়েছে সেই প্রেমের গান। সুর দিয়েছেন প্রীতম। গীতিকার কুমার। টি-সিরিজ়ের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে সোমবার, যা ইতিমধ্যেই মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের।

প্রতিক্রিয়া জানিয়ে এক জন লিখেছেন, “দিলজিৎ দোসাঞ্জকে স্যালুট। তিনি গায়কিতে র‌্যাপের প্রয়োগে অভিনব ভোকাল টেক্সচার এনেছেন, অত্যাশ্চর্য!” আবার কেউ মন্তব্য করেছেন কার্তিক এবং কৃতির রসায়ন নিয়ে। অনেকের মতে, এই গানটিই বছরের ব্লকবাস্টার গান হয়ে উঠবে! ‘শেহজ়াদা’ ছবিটি নিয়েও কৌতূহল উস্কে দিল কার্তিক-কৃতি অভিনীত এই প্রেমের গান। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে মুক্তি পেতে চলেছে রোহিত ধাওয়ান পরিচালিত ছবিটি।

অন্য বিষয়গুলি:

Kartik Aaryan Kriti Sanon Diljit Doshanjh Upcoming Movie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy