Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Kareena Kapoor Khan

দ্বিতীয় সন্তানের জন্য কী নাম ঠিক করলেন করিনা?

২০১৮ সালে করিনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সইফ তাঁদের প্রথম সন্তানের নাম ফৈয়জ রাখতে চেয়েছিলেন।

করিনা কপূর।

করিনা কপূর।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৮:৩১
Share: Save:

ঠেকে শিখেছেন করিনা! তাই দ্বিতীয় সন্তানের জন্মের আগে তার নাম নিয়ে ভাবতে চাইছেন না তিনি। তৈমুরের জন্মের পর তার নাম নিয়ে তৈরি বিতর্কের স্মৃতি চার বছর পরেও তাজা অভিনেত্রীর মনে।

সম্প্রতি তাঁর রেডিও টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ পুরনো কাসুন্দি ফের ঘেটে তোলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। করিনাকে জিজ্ঞেস করেন, দ্বিতীয় সন্তানের জন্য কী নাম বেছে নিয়েছেন তিনি? করিনা জানান, তৈমুরের নাম নিয়ে হওয়া বিতর্কের পর তিনি বা সইফ কেউই আর তাঁদের দ্বিতীয় সন্তানের নাম নিয়ে ভাবছেন না। এই কাজটিকে তাঁরা একদম শেষ মুহূর্তের জন্য তুলে রেখেছেন বলে জানান বেবো।

এর পরেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে সন্তানের নাম ঠিক করার পরামর্শ দিলেন নেহা। অভিনেত্রী বললেন, সেরা নামটি বেছে নেওয়ার জন্য একটি পোল তৈরি করতে। তবে সেই পথেও যেতে রাজি নন করিনা। সন্তানের নামকরণ নিয়ে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার অতি সাবধানী তিনি।

২০১৬ সালে তৈমুরের নাম প্রকাশ্যে আসার পরেই, টুইটারে নেটাগরিকদের একাংশ তা নিয়ে তুমুল সমালোচনা শুরু করেন। সইফ জানিয়েছিলেন, এর পর তার নাম পরিবর্তনের কথাও ভেবেছিলেন তিনি। কিন্তু করিনা তাঁর সঙ্গে একমত না হওয়ায় অবশেষে তা হয়ে ওঠেনি।

A post shared by 𝐅𝐈𝐋𝐌𝐘 𝐌𝐈𝐑𝐂𝐇𝐈-𝐒𝐀𝐁 𝐁𝐎𝐋𝐋𝐘𝐖𝐎𝐎𝐃 𝐇𝐀𝐈 (@filmy.mirchi)

২০১৮ সালে করিনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সইফ তাঁদের প্রথম সন্তানের নাম ফৈয়জ রাখতে চেয়েছিলেন। অভিনেতার মনে হয়েছিল তৈমুরের তুলনায় সেই নামটি বেশি কাব্যিক। কিন্তু করিনা চেয়েছিলেন, তিনি পুত্রসন্তান জন্ম দিলে তাঁর নাম হবে তৈমুর। অবশেষে তাই তাঁর ইচ্ছেই পূরণ হয়।

আরও পড়ুন: প্রথম বার ‘দিদি নম্বর ওয়ান’-এ রানি রাসমণি, সঙ্গে মেয়ে, নাতি ও নাতজামাই

আরও পড়ুন: সইফের হাতে নতুন ট্যাটু, ধরা পড়ল পাপারাৎজিদের ক্যামেরায়

অন্য বিষয়গুলি:

Kareena Kapoor Khan Saif Ali Khan Taimur Ali Khan Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy