Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Kareena Kapoor Khan

বলিউডে ২৫টি বসন্ত পার, এখন কি তিনি আরও বেশি আত্মবিশ্বাসী? মনের কথা জানালেন করিনা

সাফল্যের স্বাদ পাওয়ার পরেও থেমে যেতে রাজি নন করিনা কপূর খান। সময়ের সঙ্গে নিজেকে ক্রমাগত বদলাতে উদ্যোগী অভিনেত্রী।

image of Kareena Kapoor Khan

করিনা কপূর খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০২
Share: Save:

বলিউডে পায়ের নীচে শক্ত জমি পাওয়া কঠিন। সেখানে দর্শক যেমন অভিনেতাকে আপন করে নিতে পারেন। তেমনই, এক ঝটকায় কাউকে দূরে সরিয়ে দিতেও সময় লাগে না। সম্প্রতি বলিউডে অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করলেন করিনা কপূর খান। সেই প্রসঙ্গেই নিজের উপলব্ধি ভাগ করে নিয়েছেন করিনা।

২৫ বছরের মাইলফলককে সহজ ভাবে দেখতে নারাজ করিনা। অভিনেত্রী জানিয়েছেন, আজও ফ্লোরে গিয়ে দাঁড়ালে তাঁর মনের মধ্যে প্রথম দিনের অভিজ্ঞতা ফিরে আসে। করিনা বলেন, ‘‘এখনও মনে হয় যেন গতকালই জীবনের প্রথম শট দিলাম। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য এখনও আমার মধ্যে সেই একই রকম লোভ কাজ করে। একই রকম স্ফূর্তি এবং প্রয়োজনীয়তা অনুভব করি।’’

তবে, বলিউডে চিরকাল জায়গা পাকা থাকে না বলেই মনে করেন করিনা। তাঁর মতে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতেও হবে। করিনার কথায়, ‘‘১০ বছর টিকে গেলে পরের ভাবনা। প্রাসঙ্গিক থাকার জন্য নিজেকেও বদলানোর প্রয়োজন। কিন্তু পুরুষশাসিত এই ইন্ডাস্ট্রিতে সেটা সত্যিই কঠিন।’’

দীর্ঘ ২৫ বছরে করিনা বহু ‘সুপারস্টারের’ সঙ্গে অভিনয় করেছেন। সাফল্য পেয়েছেন। তবে করিনা মনে করেন, এরই পাশাপাশি তিনি এমন বহু ছবিও করেছেন, যেখানে তাঁর ‘অভিনেত্রী’ সত্তাও ফুটে উঠেছে। করিনার কথায়, ‘‘প্রতি পাঁচ বছর অন্তর আমি নিজের কাজের বিশ্লেষণ করি। তার পর মনে হয়, এ বার আমার নতুন কিছু করা উচিত।’’

২০০০ সালে জেপি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন করিনা। তার পর তাঁর অভিনীত একাধিক ছবি সফল হয়েছে। সম্প্রতি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ ছবিতে করিনার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

অন্য বিষয়গুলি:

Kareena Kapoor Khan Bollywood News Bollywood Actress Silver jubilee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy