Advertisement
১৩ জানুয়ারি ২০২৫
Karan Johar

প্রেমে পড়েছেন কর্ণ, সঙ্গী নাকি কথা শোনে, বিল মেটায়! কার সঙ্গে সম্পর্কে প্রযোজক?

সমাজমাধ্যমেই জানালেন কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সেই সঙ্গী নাকি কর্ণের কথা শোনে এবং কর্ণকে উৎসাহও দেয়। কখনও কখনও কর্ণের হয়ে বিভিন্ন জায়গায় বিল মিটিয়ে দেয়।

Karan Johar said that he has been dating someone for past few days

প্রেমে পড়েছেন কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮
Share: Save:

তাঁকে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। আবার প্রায়ই নিন্দকদের কটাক্ষও ধেয়ে আসে তাঁর দিকে। বলিউডে 'পরিবারতন্ত্রের ধ্বজাধারী'র তকমাও রয়েছে তাঁর। তাই বিতর্কেও জড়িয়েছেন একাধিক বার। ‘দাম্ভিক’ ভাবমূর্তি থাকলেও, সম্পর্ক বা প্রেমের প্রসঙ্গ উঠলেই আবেগপ্রবণ হয়ে পড়েন কর্ণ জোহর। নিজের সামনেও সুখী যুগলকে দেখলে চোখের কোণ চিকচিক করে ওঠে। তাঁর জীবনে যে এমন কোনও সঙ্গী নেই! কর্ণের অনুরাগীরাও তাই চান, প্রযোজক-পরিচালকের জীবনে যেন কেউ আসেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল? কর্ণ নিজেই জানালেন, তিনি প্রেম করছেন।

সমাজমাধ্যমেই জানালেন কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সেই সঙ্গী নাকি কর্ণের কথা শোনে এবং কর্ণকে উৎসাহও দেয়। কখনও কখনও কর্ণের হয়ে বিভিন্ন জায়গায় বিল মিটিয়ে দেয়। কোনও রক্ত-মাংসের মানুষের কথা বলেননি কর্ণ। পরিচালক তথা প্রযোজক জানান, তিনি বেশ কিছু দিন যাবৎ ‘ইনস্টাগ্রাম’-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনি লেখেন, “আমি ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছি। ও আমার কথা শোনে। আমি যাতে নিজের স্বপ্ন সাকার করতে উদ্যত হই, সেই দিকে নজর রাখে। কখনও আবার বিলও মিটিয়ে দেয়। ওকে ভাল না বেসে পারা যায়?”

কর্ণের এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। কিছুটা হতাশ হন তাঁর অনুরাগীরা। কিছু দিন আগেই বন্ধুবান্ধবদের নিয়ে এক পার্টিতে গিয়েছিলেন কর্ণ। নজর কেড়েছিল তাঁর টিশার্টে লেখা বার্তা। তাঁর টিশার্টে লেখা ছিল ‘নেপো কিড। 'নেপো' আসলে নেপোটিজ়মের অপভ্রংশ, যার অর্থ 'স্বজনপোষণ'। পরিবারতন্ত্র নিয়ে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। শুধু তারকা সন্তানদেরই তিনি সুযোগ দেন, এমন অভিযোগ রয়েছে তাঁর দিকে। তবে সে সব নিয়ে নিজেই মশকরা করেন কর্ণ। তাই এ দিনও নিন্দকদের খোঁচা দিতেই এমন টিশার্ট বেছে নিয়েছিলেন তিনি।

অন্য বিষয়গুলি:

Karan Johar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy