Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Sunny Deol

‘কফি উইথ কর্ণ’-এ ডেকে সানি দেওলের কোন গোপন কথা ফাঁস করে দিলেন পরিচালক!

‘কফি উইথ কর্ণ’ সিজ়ন ৮। কর্ণের শোয়ের দ্বিতীয় পর্বের অতিথি হয়ে আসছেন সানি ও ববি। সেখানে ধর্মেন্দ্রের বড় ছেলের কোন গোপন কথা ফাঁস করলেন কর্ণ?

(বাঁ দিকে) কর্ণ জোহর (ডান দিকে) সানি দেওল।

(বাঁ দিকে) কর্ণ জোহর (ডান দিকে) সানি দেওল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৭:২৬
Share: Save:

বলিউডে দেওলরা যেন তাঁদের পুরানো জমি যেন ফিরে পেয়েছেন। সৌজন্যে অবশ্যই সানি দেওলের ব্লকবাস্টার হিট ছবি ‘গদর ২’। অভিনয় থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেই চলছিলেন সানি। কিন্তু প্রত্যাবর্তন ঘটল রাজকীয় ভাবে। যদিও কিছু দিন আগেই ধর্মেন্দ্র আক্ষেপ করে বলেছিলেন, ‘‘দেওলরা বলিউডে যোগ্য সম্মান পায়নি।’’ কিন্তু সানির সাফল্যের পরই তাঁদের নিয়ে যেন টনক নড়ল বলিউডের। ডাক পেলেন বলিউডের অন্যতম চর্চিত শো ‘কফি উইথ কর্ণ’-এর অষ্টম সিজ়নে। কর্ণ জোহরের শোয়ের দ্বিতীয় পর্বের অতিথি হয়ে আসছেন সানি ও ববি। সেখানেই উঠে এলে ‘গদর ২’-এর প্রসঙ্গ। শুধু তাই নয়, সানির জীবনের এক গোপন কথাও ফাঁস করে দিলেন কর্ণ।

তারকাদের পেটের কথা বার করতে সিদ্ধহস্ত কর্ণ। শুধু কি তাই! তারকাদের অন্দরের কথাও কিছু কম অজানা নয় তাঁর। সেই কারণে অনেক তারকাই কর্ণকে বেশ সমঝে চলেন। তবে এ বার কর্ণ তাঁর শোয়ে জানান সানি দেওল নাকি ‘টেডি বিয়ার’ বড্ড ভালোবাসেন। খেলনা সানির বেশ পছন্দ। অভিনেতাদের ইমেজই নাকি সব। তাই সেই ভাবমূর্তি নিয়ে বেশ সচেতন থাকেন তারকারা। তাঁদের ভাবমূর্তিতে যে কোনও মূল্যে রক্ষা করতে তাঁরা সদাতৎপর। বড় পর্দায় সানিকে দর্শক চেনেন অ্যাকশন হিরো হিসাবে। তাঁর অধিকাংশ ছবিই অ্যাকশনধর্মী। কখনও তাঁর ‘আড়াই কিলো’ হাত দিয়ে শত্রু দমন করছেন, কখনও আবার হ্যান্ডপাম্প উপড়ে ঠান্ডা করেছেন শত্রুপক্ষকে। এ বার সেই সানিই যে এমন খেলনাপ্রিয়, তা সকলের সামনে ফাঁস করতেই খানিক লাজে রাঙা হলেন ধর্মেন্দ্র-পুত্র।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE