Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Kangana Ranaut

একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক, কঙ্গনা চড় খেতেই বুলি ফুটল কর্ণের!

সম্প্রতি চণ্ডীগড় বিমানবন্দরে সদ্য জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে চড় মারার ঘটনায় কী বললেন কর্ণ জোহর?

(বাঁ দিকে) কর্ণ জোহর (ডান দিকে) কঙ্গনা রানাউত।

(বাঁ দিকে) কর্ণ জোহর (ডান দিকে) কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২০:৫৩
Share: Save:

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ বিতর্কে যখন ছয়লাপ, সেই সময় এই পরিচালকের বিরুদ্ধে কড়া কথা শুনিয়েছিলেন কঙ্গনা রানাউত। কর্ণকে সরাসরি ‘মুভি মাফিয়া’ বলে দাগিয়ে দেন বলিউডের ‘কুইন’। সেই থেকে দু’জনের সম্পর্কের অবনতি। তা-ও প্রায় ছ’বছর হতে চলল। কখনও কঙ্গনা সমালোচনা করেছেন কর্ণের, কখনও পাল্টা জবাব দিয়েছেন কর্ণও। লোকসভা নির্বাচনে সদ্য জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে সম্প্রতি চণ্ডীগড় বিমানবন্দরে চড় মারার ঘটনায় সরগরম নেটদুনিয়া। ঘটনায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী কুলবিন্দর কউর গ্রেফতার হয়েছেন। নেটাগরিকদের একাংশ কুলবিন্দরকেই বাহবা দিচ্ছেন এই পদক্ষেপের জন্য। এ বার মুখ খুললেন কর্ণ জোহর।

কর্ণ-কঙ্গনা সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়। প্রতিভার ভিত্তিতে নিরপেক্ষ ভাবে সকলকে সুযোগ দেওয়ার বদলে বলিপাড়ার অন্দরের তারকাসন্তানদের প্রতিই বেশি নজর কর্ণ জোহরের— এমন অভিযোগ করছেন কঙ্গনা। যদিও অভিনেত্রী প্রকাশ্যে চড় খাওয়ার ঘটনা মোটেও সমর্থন করেন না। কর্ণ বলেন, ‘‘আমি এই ধরনের উগ্রতাকে সমর্থন করি না। কারও গায়ে হাত তোলা বা মুখেও অপমান করা সমর্থনযোগ্য নয়।’’

কঙ্গনাকে চড়া মারার ঘটনা যাঁরা ‘উদ্‌যাপন’ করছেন, তাঁদের উদ্দেশে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন শাবানা আজ়মিও। কঙ্গনার প্রতি ব্যক্তিগত অনুরাগ না থাকলেও চড়ের ঘটনা তিনি সমর্থন করছেন না বলেই জানান অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘‘কঙ্গনা রানাউতের প্রতি আমার ব্যক্তিগত কোনও অনুরাগ নেই। কিন্তু, সমবেত ভাবে যাঁরা এই চড়কাণ্ড উদ্‌যাপন করছেন, আমি তাঁদের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kangana Ranaut Karan Johar Bollywood slap case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE