Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Kapil Sharma fees

টিভির পর্দা ছেড়ে ওটিটিতে, শো পিছু কত টাকা নিচ্ছেন কপিল, সুনীল, অর্চনারা?

১০ বছর পেরিয়ে কপিলের শো এখন ওটিটির পর্দায়। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র প্রতি পর্বে কত টাকা নিচ্ছেন তারকারা?

(বাঁ দিক থেকে) কপিল শর্মা, সুনীল গ্রোভর, অর্চনা পূরণ সিংহ, কিকু শারদা।

(বাঁ দিক থেকে) কপিল শর্মা, সুনীল গ্রোভর, অর্চনা পূরণ সিংহ, কিকু শারদা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৮:৩৪
Share: Save:

২০১৪ সালে কালার্স চ্যানেলে ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর পর সোনি টিভিতে এই শোতে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা। দেখতে দেখতে প্রায় ১০ বছর পার করে ফেলেছে এই শো। চলতি বছরে টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় অভিষেক হয়েছে তাঁদের। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। ওটিটিতে চলে যেতেই একাংশের টিভি-দর্শক ক্ষোভ প্রকাশও করেন। তবে তাতে কিছু বদল ঘটেনি। বিগত বছরে চ্যানেল পরিবর্তন হয়েছে। সেখান থেকে এখন ওটিটিতে। তবে শোয়ের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। টিআরপি তালিকায় উপরের দিকেই আগাগোড়া এই শোয়ের অবস্থান, তা প্রমাণ করেছে। কপিলের সঙ্গে এই শোয়ে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন, সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা। এবং বিচারকের আসনে রয়েছেন অর্চনা পূরণ সিংহ।

কপিল শর্মা এবং সুনীল গ্রোভার। বলিপাড়া এবং হিন্দি ধারাবাহিক জগতে কৌতুকাভিনেতা হিসাবে এই দু’জন পরস্পরকে টেক্কা দেন। একই ক্ষেত্রে কাজ করার কারণে একে অপরের প্রতিযোগী হলেও কপিল এবং সুনীলের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট। যদিও মাঝে একটা সময় চিড় ধরে তাঁদের সম্পর্কে। তবে প্রায় চার বছর বাদে ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসেন তাঁরা। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে প্রত্যাবর্তন হয়েছে সুনীলের। প্রতি পর্বের জন্য সুনীল নিচ্ছেন প্রায় ২৫ লক্ষ টাকা। এক এক পর্বে ভিন্ন সব চরিত্রে হাজির হন সুনীল। অন্য দিকে, কিকু শারদা বহু বছর ধরে কপিলের শোয়ের সঙ্গে যুক্ত। প্রতি পর্বের জন্য তিনি পান ৭ লক্ষ টাকা। ক্রুষ্ণা অভিষেক নেন ১০ লক্ষ। ক্রুষ্ণার সমপরিমাণ পারিশ্রমিক পান অর্চনা পূরণ সিংহ। রাজীব ঠাকুর নেন ৬ লক্ষ টাকা।

যদিও এঁদের সকলের থেকে অনেকেটাই বেশি পারিশ্রমিক পান কপিল শর্মা। প্রতি পর্ব পিছু তিনি পান ৫ কোটির একটু বেশি। বলা বাহুল্য, টেলিভিশনের সফল সব সঞ্চালক— সলমন খান থেকে রোহিত শেট্টিদের রীতিমতো টেক্কা দিচ্ছেন কপিল। ৩০ মার্চ থেকে এই শোয়ের সম্প্রচার শুরু হয়েছে। এখনও পর্যন্ত পাঁচটি এপিসোড প্রকাশ্যে এসেছে। এই সিজ়নে ঠিক কতগুলো পর্ব আসবে, তা এখনই খোলসা করেননি নির্মাতারা।

অন্য বিষয়গুলি:

Kapil Sharma The Great Indian Kapil Show Archana Puran Singh Reality show sunil grover
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy