Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Kapil Sharma

ইংরেজিতে লবডঙ্কা, ১৪ বছর বয়সে কাজ করতেন কারখানায়! কপিল শর্মার কঠিন অতীত অনেকেরই অজানা

কারখানায় কাজ করা ছেলে, ইংরেজি বলতে পারেন না। মুম্বইয়ে এসে তাই নিজেকে নিয়েই রসিকতা শুরু করেন কপিল শর্মা। লোকে যাতে তাঁকে নিয়ে হাসাহাসি না করতে পারে, তার জন্যই এই পন্থা।

Kapil Sharma reveals his first salary was Rs 500

কপিল জানান, মুম্বইয়ে আসার পর লোকে যখন তাঁর সঙ্গে ইংরেজিতে কথা বলতে চাইত, তিনি চুপ করে থাকতেন। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১২:০৯
Share: Save:

ভাল ইংরেজি জানতেন না কপিল শর্মা। সেই অক্ষমতাকে দিব্যি হাসির খোরাক বানিয়ে নিয়েছিলেন কৌতুকশিল্পী। তাতেই নাকি ভয় কেটেছিল ভাষার। পঞ্জাব থেকে মুম্বই এসে কী ভাবে শুরু হয়েছিল তাঁর যাত্রা?

সম্প্রতি নন্দিতা দাস পরিচালিত ছবি ‘জ়িগাটো’ ছবির প্রচারে এসে অতীতের অনিশ্চিত দিনগুলির কথা ভাগ করে নিয়েছেন কপিল। এই ছবিতে তাঁকে দেখা গিয়েছে ডেলিভারি বয়ের ভূমিকায়। বাস্তবেও তাঁর লড়াইয়ের পথ মসৃণ ছিল না। অমৃতসরে খুব ছোটবেলা থেকে রুটিরুজির চেষ্টা করে গিয়েছিলেন অভিনেতা। জানান, প্রথম চাকরিটি পান ১৪ বছর বয়সে। দৈনিক পারিশ্রমিক পেতেন ৫০০ টাকা। কপিলের কথায়, “তখন অবশ্য কম সময় ধরে কাজ করতাম। সকাল ১০টা থেকে দুপুর ১টা অথবা ভোরে হলে ৪টে থেকে সকাল ৭টা।”

গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে পঞ্জাব থেকে মুম্বই পাড়ি দেন কপিল। যদিও আত্মপ্রকাশ করেন কৌতুকশিল্পী এবং অভিনেতা হিসাবে।

‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে ভারতীয় টেলিভিশনে কমেডির চেহারা বদলে দেন কপিল।

নিজেকে নিয়েও অনবরত মজা করে যান। ইংরেজি ভাষার উপর তার দখল কম, আগেভাগেই স্বীকার করে কপিল বলেন, “আর কেউ যাতে আমার অক্ষমতা নিয়ে মজা না করে, আমি তাই নিজেই শুরু করেছি।”

কপিল জানান, মুম্বইয়ে আসার পর লোকে যখন তাঁর সঙ্গে ইংরেজিতে কথা বলতে চাইত, তিনি চুপ করে থাকতেন। তার পর বোঝেন চুপ করে থাকাটা সমাধান নয়। তাই নিজেকে নিয়ে রসিকতা শুরু করেন। তাতেই জড়তা কেটে যায় কপিলের। তবে এখনও শিকড় ভোলেননি তিনি। কেউ তাঁর উচ্চকিত প্রশংসা করলে অস্বস্তিতে পড়েন। নিজেকে এখনও যে ফুল মার্কস দিয়ে উঠতে পারেননি।

অন্য বিষয়গুলি:

Kapil Sharma life
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy