প্রিয়ঙ্কাকে খোঁচা কঙ্গনার। ছবি: সংগৃহীত।
দিন কয়েক আগেই অভিনেত্রীদের পারিশ্রমিক প্রসঙ্গে সওয়াল করেন প্রিয়ঙ্কা চোপড়া। বলিউডে একটা লম্বা সময় কাজ করার পর হলিউডে পাড়ি দিয়েছেন। বলিউডে থাকাকালীন বৈষম্যের শিকার হয়েছেন বলেও জানান অভিনেত্রী। ২২ বছরের দীর্ঘ কেরিয়ারে ‘সিটাডেল’ সিরিজ়টি করার সময় প্রথম পুরুষ তারকার সমান পারিশ্রমিক পেয়েছেন তিনি, জানিয়েছেন দেশি গার্ল। প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমি সত্তরেরও বেশি ছবিতে কাজ করেছি। বেশ কিছু টেলিভিশন শো করেছি। ‘সিটাডেল’-এই প্রথম আমার বিপরীতে পুরুষ অভিনেতার সমান পারিশ্রমিক পেলাম।’’ কর্মজীবনের দু’দশক পেরিয়ে এই নজির গড়তে সক্ষম হয়েছেন প্রিয়ঙ্কা। এ বার অভিনেত্রী ওই ভিডিয়ো প্রসঙ্গে পাল্টা মন্তব্য করলেন বলিউডের বিতর্কিত ‘কুইন’ কঙ্গনা রানাউত।
প্রিয়ঙ্কার পক্ষে দাঁড়িয়েই কঙ্গনা বলেন, ‘‘এটা ঠিক যে, পুরুষতান্ত্রিক সমাজের কাছে মহিলাদের মাথা নত করতে হয়। আমি প্রথম, যে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে মুখ খুলি। আমাকে বিনামূল্যে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়। যখন পারিশ্রমিক নিয়ে নিজের সিদ্ধান্তে অনড়, সেই সময় আমার সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীরা বিনা পারিশ্রমিকেই কাজ করেছেন। কারণ তাঁরা ভয় পেতেন, যদি ছবি হাতছাড়া হয়ে যায়। এখন তাঁরাই দাবি করছেন, সব থেকে বেশি পারিশ্রমিক পান। যদিও আমি সব সময় পুরুষ অভিনেতাদের সমান পারিশ্রমিক পেয়েছি। তাই এখন কাউকে দোষ দেওয়ার নেই।’’ দিন কয়েক আগেই জানা যায় ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক নেন প্রিয়ঙ্কা। তাই নাম না করেই পিসিকে একহাত নিলেন কঙ্গনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy